রাষ্ট্রপতির ছেলের ড্রাইভারকে মারধর, জবি ছাত্রলীগ কর্মীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছেলে রিয়াদ আহমেদ তুষারের ব্যক্তিগত গাড়িচালককে মারধরের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কৌশিক সরকার সাম্যসহ ৬ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।
সংগীত বিভাগের শিক্ষার্থী কৌশিক সরকার সাম্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলাটি করেন গাড়ির চালক নজরুল ইসলাম। ওই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের কর্মী ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পুলিশ সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির ছোট ছেলের সন্তানকে শিক্ষকের কাছে রেখে ফেরার পথে নজরুলকে আক্রমণ করা হয়।
তখন সাম্যসহ কয়েকজন নজরুলকে বলে, সে তাদের মুখে থুথু দিয়েছে এবং জোরে হর্ন বাজিয়েছে। পরে তারা নজরুলকে এক গলিতে নিয়ে মারধর করে।
ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।