'টিকেট টু প্যারাডাইস' দিয়ে বড় পর্দায় ফিরছেন জর্জ ক্লুনি-জুলিয়া রবার্টস
'টিকেট টু প্যারাডাইস' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনি ও অভিনেত্রী জুলিয়া রবার্টস। হলিউড অঙ্গনে এই দুজনের বন্ধুত্বের কথা সবারই জানা, কিন্তু মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্রে দেখা যাবে তাদেরকে।
ছবিতে জর্জ ক্লুনির চরিত্রের নাম ডেভিড এবং জুলিয়ার চরিত্রের নাম জর্জিয়া। তবে ছবিতে ডিভোর্সড জুটি হিসেবেই আবির্ভূত হবেন তারা। কিন্তু বিচ্ছেদ হওয়া সত্ত্বেও মেয়ে লিলিকে জনৈক ব্যক্তিকে বিয়ে করা থেকে ঠেকাতে এক হয়ে কাজ করবেন তারা। কারণ তারা চান না ২৫ বছর আগে তারা যে ভুল করেছিলেন, তাদের মেয়েও সেই একই ভুল করুক!
ওল পার্কার পরিচালিত এ চলচ্চিত্রের মাধ্যমে পঞ্চমবারের মতো একসঙ্গে দেখা যাবে ক্লুনি ও জুলিয়াকে।
বুধবার লন্ডনে ছবির প্রিমিয়ারের পর জর্জ ক্লুনি বলেন, "আমরা খুব মজা করেছি... কারণ এই ছবিতে আমাদের একে অপরকে বিদ্রুপ করতে হবে, বিরক্ত করতে হবে! আমাদের মনে হয়েছিল বিষয়টা মজারই হবে।"
তিনি আরও যোগ করেন, "আমরা ভেবেছিলাম হালকা ধরনের কিছু একটাতে অভিনয় করতে পারলে ভালোই হবে।"
আশির দশকে ও নব্বইয়ের দশকের শুরুতে রোমান্টিক ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি ছিল জুলিয়া রবার্টসের। 'প্রিটি ওম্যান' থেকে শুরু করে 'নটিং হিল'... অভিনেত্রী স্নিগ্ধ ভাবমূর্তি দর্শকদের মন জয় করে নিয়েছে।
অন্যদিকে, জর্জ ক্লুনির শেষ রোমান্টিক কমেডি সিনেমা ছিল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত 'ওয়ান ফাইন ডে'।
ছবিতে এই জুটির মেয়ে লিলির চরিত্রে অভিনয় করেছেন কেইটলিন ডেভার। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে কেইটলিন বলেন, "এই জুটির সাথে অভিনয় করবো শুনলেই তো শিহরিত হবার কথা! এরপর যখন সরাসরি তাদের দেখলাম, সব চিন্তা-ভয় দূর হয়ে গেল এবং তাদেরকে তখন সাধারণ মানুষের মতোই মনে হতে লাগলো।"
আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে 'টিকেট টু প্যারাডাইস'। ছবিতে আরও অভিনয় করেছেন বিলি লুর্ড, ম্যাক্সিম বুটিয়ার ও লুকাস ব্রাভোর মতো অভিনেতারা।
সূত্র: রয়টার্স