অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর!
'ব্রহ্মাস্ত্র' এবং শমসেরা'র পর আজ মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের আরও একটি বহুল প্রতীক্ষিত ছবি 'তু ঝুঠি ম্যায় মাক্কার'। 'ব্রহ্মাস্ত্র' সুপারডুপার হিট হলেও, 'শমসেরা'য় চরমভাবে ব্যর্থ হয়েছিলেন রণবীর কাপুর। এরপরে সাহসী হিরোর চরিত্র ছেড়ে একেবারেই রোমান্টিক কমেডি ঘরানার ছবি 'তু ঝুঠি ম্যায় মাক্কার' দিয়ে পর্দায় হাজির হচ্ছেন অভিনেতা।
ছবি মুক্তি আগের টিকিটের বুকিং-এর যে সংখ্যা সামনে এসেছে তা বেশ আশাব্যাঞ্জক। তবে ছবি মুক্তির আগেরদিনই অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন রণবীর কাপুর, জানালের তার পরবর্তী পরিকল্পনা।
ছবি মুক্তিকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে রণবীর জানান, 'তু ঝুঠি ম্যায় মাক্কার' এবং 'অ্যনিমেল' ছবির পর তিনি ছয় মাসের জন্য কাজ থেকে বিরতি নেবেন। এসময় তিনি দেখতে চান যে ছবি দুটির পরে বলিউডে তার অবস্থান কোথায় দাঁড়ায়। 'অ্যানিমেল' আগামী আগস্টে মুক্তির অপেক্ষায় রয়েছে।
রণবীর জানিয়েছেন, এই ছয় মাস তিনি স্ত্রী আলিয়া ভাট ও তার সন্তান রাহাকে সময় দিতে চান। পিতৃত্বকালীন বিরতি নিতে চলেছেন অভিনেতা। এমনকি ছয় মাস নতুন কোনো সিনেমায় চুক্তিও করবেন না তিনি।
রণবীর বলেন, "আমি আশা করছি যে আমি আবার শীঘ্রই ফিরে আসব। তবে এই বিরতিটা আমার জন্য দরকার। আমি এখন একজন বাবা এবং আমার মেয়ে রাহার সাথে সময় কাটাতে চাই। আমি ওইসব অভিনেতাদের একজন হতে চাই না, যারা শুধু টাকার জন্য সিনেমা করবে। ইন্ডাস্ট্রিতে আমার ১৬ বছর পার হয়ে গিয়েছে। এখন আমি শুধু ভালোবাসা এবং অনুপ্রেরণার সহিত কাজ করতে চাই।
এদিকে, 'ব্রহ্মাস্ত্র'র পর এর সিক্যুয়েল 'ব্রহ্মাস্ত্র ১' ও 'ব্রহ্মাস্ত্র ২' নির্মাণের ঘোষণা দিয়ে ফেলেছেন পরিচালক আয়ান মুখার্জি। রণবীরও জানালেন একই কথা। তিনি বলেন, "আমাদেরকে ব্রহ্মাস্ত্র ১ ও ২ নির্মাণ করতে হবে। আয়ান ইতোমধ্যেই চিত্রনাট্য লিখছে। এবছরের শেষের দিকে বা আগামী বছরের শুরু দিকে আমরা এর কাজ শুরু করতে পারব বলে আশা করছি।"
সূত্র: টাইমস অব ইন্ডিয়া