এমআই৬'র জন্য কাজ করা 'জেমস বন্ড' সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর: ব্রিটিশ গুপ্তচর
জেমস বন্ড সিনেমাতে কাজ করার চেয়ে এমআই৬ এর জন্য কাজ করা অনেক বেশি রোমাঞ্চকর বলে মন্তব্য করেছেন গোয়েন্দা সংস্থাটির একজন পরিচালক। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কাওয়ামে নামে পরিচিত ঐ গুপ্তচর নিজের এমন অভিজ্ঞতার কথা জানান।
কাওয়ামে বলেন, গোয়েন্দা কাহিনীর এসব সিনেমাতে যা দেখানো হয় তা থেকে তার কর্মজীবনে অনেক বেশি কিছু দেখেছেন তিনি। একইসাথে এসব সিনেমাতে দেখানো হয়, এমআই৬ এ মূলত সাদা, মধ্যবিত্ত পুরুষরাই কাজ করে থাকে। যা একেবারেই ঠিক না।
এমআই৬ যুক্তরাজ্যের বিদেশভিত্তিক একটি গোয়েন্দা সংস্থা। বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সন্ত্রাস দমন এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধি করে শত্রু রাষ্ট্রের কার্যক্রম ব্যাহত করে দেশের নিরাপত্তা নিশ্চিত করাই এই গোয়েন্দা সংস্থার মূল কাজ।
কাওয়ামে বিবিসি রেডিওতে প্রথমবারের মতো কোন কৃষ্ণবর্ণের গুপ্তচর হিসেবে তার সংস্থার লন্ডনের প্রধান কার্যালয় থেকে সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য ছিল কৃষ্ণবর্ণের ও এশীয় মানুষদের গোয়েন্দা সংস্থাগুলোকে যোগ দিতে আরও উদ্বুদ্ধ করা।
এশিয়ার দেশগুলো থেকে যাওয়া এমআই৬ এর আরেকজন পরিচালক বিবিসি রেডিও ৫ এ সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে। কাওয়ামে তার কর্মক্ষেত্র সম্পর্কে বলেন, "জেমস বন্ডের থেকেও এই কাজ অনেক বেশি উত্তেজনাপূর্ণ। কিছু জিনিস অবাক করার মতো। কাজ করতে এসে আমি এমন কিছু অসাধারণ জিনিস দেখেছি যা আপনাকে তাক লাগিয়ে দেবে। আর এসব দেখতে চাইলে আপনাকে কাজ করতে হবে এখানে।"
কাওয়ামে নিজেকে সাংগঠনিক উন্নয়ন পরিচালক হিসেবে পরিচয় দেন। একইসাথে তিনি ফাইন্যান্স ও হিউম্যান রিসোর্সেরও পরিচালক। তার কাজের মূল উদ্দেশ্য হলো এমআই৬ সংস্থাটিতে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করার যোগ্যতা রাখে এটাই মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের নিয়োগের আওতায় নিয়ে আসা।
কাওয়ামে বলেন, "জেমস বন্ড সবার মধ্যে অন্য এক ধরনের প্রভাব বিস্তার করেছ। আমার শঙ্কা হলো, অধিকাংশই মনে করে যে এখানে যারা কাজ করে তাদের সবাই সাদা বর্ণের, মধ্য বিত্ত পুরুষ, অ্যাস্টন মার্টিন চালান, নারীতে আসক্ত বা এমনই কিছু। কিন্তু এসব সত্য না।"
তিনি আরও বলেন, "এই জিনিসগুলো এমনকি আমার জন্যই সত্য না। আমরা চাই আমরা সকল নারী-পুরুষের কাছে পৌঁছাতে পারবো। তাদের বলতে পারবো এসআইএস, এম১৬ আপনাদের সবার জন্যই উন্মুক্ত।"
কাওয়ামে তার বক্তব্যে তার আশার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রকৃতপক্ষে সংস্থাটির প্রযুক্তি অংশের পরিচালক কিউ একজন নারী এবং তার সহকারীও একজন নারী।
সংস্থাটির পরিচালক ছাড়াও স্যার রিচার্ড ম্যুর নামে পরিচিত এমআই৬ তার পরিচয় গোপন রাখার শর্তে কাজ করেন সংস্থাটিতে। তিনি তার স্ত্রী ও বোনকে তার পরিচয় জানালেও তার বাচ্চাদের গোপন রেখেছেন এমআই৬ এ কাজ করার বিষয়টি।
তিনি জানান, সংস্থাটিতে কাজের পারিশ্রমিক অনেক ভালো হলেও তার কাজ করার মূল কারণ হলো তিনি তার দেশের নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম হবে।
কাওয়ামে বলেন, "শেষ পর্যন্ত তাদের কাজের মূল উদ্দেশ্য হলো যুক্তরাজ্যকে সুরক্ষা দেয়া এবং একইসাথে দেশটির মানুষকে রক্ষা করা।"
এছাড়া জেমস বণ্ড সিরিজের নতুন সিনেমা আসতে যাচ্ছে শীঘ্রই। সিনেমাতে বণ্ড চরিত্রে অভিনয় করতে যাচ্ছে একজন নারী অভিনেত্রী, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
অনুবাদ: জেনিফার এহসান