‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’-এর জন্য অস্কার জিতলেন হায়াও মিয়াজাকি
প্রথম অস্কার জেতার দুই দশকের বেশি সময় পর আবারও অস্কার হাতে তুললেন জাপানের জনপ্রিয় অ্যানিমেটর হায়াও মিয়াজাকি।
ডিজনির 'এলিমেন্টাল' ও সনির 'স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স'কে পেছনে ফেলে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আসরে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার জিতে নিল মিয়াজাকির 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন'।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে একই ছবির জন্য গোল্ডেন গ্লোবও জিতেছিলেন ৮৩ বছর বয়সি মিয়াজাকি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে বানানো আধা-আত্মজীবনীমূলক এ ছবিতে এক অল্পবয়সি ছেলের গল্প তুলে ধরা হয়েছে। গল্পটিতে মাকে হারানোর পর মাহিতো মাকি নামের ছেলেটি রহস্যময় এক কথাবলা সারসের দেখা পায়।
মিয়াজাকির পরিবারও যুদ্ধের সময় মাহিতোর মতোই বাস্তুচ্যুত হয়েছিল। মিয়াজাকির কাজের ওপর তার মায়ের শক্তিশালী প্রভাব রয়েছে।
জাপানি অ্যানিমেশন হাউস স্টুডিয়ো জিবলির সহপ্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি প্রথম অস্কার জেতেন ২০০৩ সালে, 'স্পিরিটেড অ্যাওয়ে'র জন্য। প্রথম অ-ইংরেজ অ্যানিমেটেড ছবি হিসেবে অস্কার জেতে সেটি।
'স্পিরিটেড অ্যাওয়ে' জাপানের সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হয়। দীর্ঘ ১৯ বছর এ রেকর্ড ধরে রাখে ছবিটি।
অ্যানিমেশনের গডফাদার নামে পরিচিত মিয়াজাকি তার গল্পকথনের জন্য ২০১৪ সালে সম্মানসূচক অস্কার লাভ করেন।
'দ্য বয় অ্যান্ড দ্য হেরন' বানাতে এক দশক লেগেছে। এত সময় লাগার কারণ মিয়াজাকি হাতে এঁকে অ্যানিমেশন তৈরি করেন। প্রতিদ্বন্দ্বী অনেকে কম্পিউটার দিয়ে বানানো ছবি ব্যবহার করে অ্যানিমেশন বানায়।
আজ ৯৬তম অস্কার অনুষ্ঠানে দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত ছিলেন না মিয়াজাকি। সবমিলিয়ে মোট চারবার সেরা অ্যানিমেটেড ফিচার ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।