গিনেস রেকর্ডস থেকে ১৭ লাখ টাকার স্বর্ণ! বাপ্পি লাহিড়ীর জীবনের চমকপ্রদ কিছু তথ্য
কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ীর মামা। চলচ্চিত্র জগতে কাজ করতে আসার সুযোগ হয়েছিল মামার কারণেই।
৬৯ বছরে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ী। রেখে গেলেন ভারতীয় সিনেমাকে দেওয়া একেবারে নতুন ধরনের সুরের ঘরানা।
কিন্তু শুধুই কি সুর-তাল-লয়? তার বাইরেও বাপ্পি লাহিড়ীর জীবন রীতিমতো রঙিন। সেই রঙিন ঘটনাগুলোর অনেকটাই আমাদের অজানা। রইল তেমনই কয়েকটি ঘটনার উদাহরণ-
- জন্মসূত্রে নাম ছিল অলকেশ। সিনেমার জগতে আসার পরে নাম নেন বাপ্পি। ছেলের নাম অরুণেশ। একবার মজা করে বলেছিলেন, এই ধারা চলতে থাকলে, পরের জনের নাম হবে শ্যুটকেস।
- ১৯৮৩ থেকে ১৯৮৫ সালের মধ্যে ১২টি সুপারহিট জুবিলি সিনেমার সুর দেন তিনি, যা একটি রেকর্ড।
- দিনে সর্বাধিক গানের রেকর্ডিং আছে তার।
- বছরে সর্বাধিক গানের রেকর্ডের জন্যও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল তার। ১৯৮৬ সালে তিনি ৩৩টি ছবির জন্য ১৮৬টি গান রেকর্ড করেন।
- কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ীর মামা। চলচ্চিত্র জগতে কাজ করতে আসার সুযোগ হয়েছিল মামার কারণেই।
- একমাত্র ভারতীয় সুরকার তিনি, যাকে বিবিসি লন্ডনের হয়ে লাইভ পারফরম্যান্সের অনুরোধ জানান জোনাথন রস।
- 'জাস্টিস ফর উইডোজ' নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে 'হাউজ অব লর্ডস'-এর সম্মান দেওয়া হয়।
- শোনা যায়, তার কাছে নাকি ১৭ লাখ টাকার চেয়েও বেশি দামের সোনার গহনা ছিল।
- 'ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানস' নামক হলিউডের ছবিতে বাপ্পি লাহিড়ীর বিখ্যাত গান 'জিমি জিমি আজা আজা' ফিচার করা হয়।