জটিল রোগে আক্রান্ত ‘মিস ইউনিভার্স’ হারনাজ, নিয়ন্ত্রণে নেই ওজন-স্বাস্থ্য
সেলিয়াক ডিজিজ নামক এক জটিল রোগে ভুগছেন ভারতের 'মিস ইউনিভার্স ২০২১' হারনাজ সান্ধু। এ রোগে আক্রান্ত হওয়ার কারণে ক্রমশ তার ওজন বেড়ে চলেছে। এক অনুষ্ঠানে গিয়ে নিজের এই রোগের কথা সবাইকে জানিয়েছেন বিশ্বসুন্দরী।
ওজন বাড়তে থাকায় নিয়মিত অনলাইনে ট্রোলড হচ্ছিলেন তিনি; তারই প্রতিক্রিয়ায় ২১ বছরের এই তরুণী নিজের রোগের কথা জনসমক্ষে প্রকাশ করেন।
ভারতের চণ্ডীগড়ে এক অনুষ্ঠানে হারনাজ বলেন 'কেউ জানেন না আমার সেলিয়াক ডিজিজ সম্পর্কে। আমি আটা, ময়দা আর খেতে পারিনা, আরও অনেক কিছুই খেতে পারি না।'
নিজের এই রোগের বিষয়ে কথা বলতে গিয়ে হারনাজ জানান, আগে তাকে রোগা হওয়ার জন্য মানুষ কথা শুনাতো। এখন ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষ শুনতে হয়।
রোববার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন হারনাজ। আকাশি নীল রঙের শর্ট ড্রেসে ফটোশ্যুটে ঝলমল করছেন মিস ইউনিভার্স। এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইকে এই পোশাকে দ্যুতি ছড়াচ্ছিলেন তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, 'আপনার দেহের আকৃতির চেয়ে মনের আকৃতি অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে 'মিস ইউনিভার্স' খেতাব জিতেছেন হারনাজ সান্ধু। ফলে ২১ বছর পর গত ডিসেম্বরে ভারতে ফেরে বিশ্বসুন্দরীর মুকুট। তবে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশে ফেরার তিন মাস পরই দুঃসংবাদ শোনালেন হারনাজ।
ক্রমাগত বেড়ে যাচ্ছে তার ওজন। কোনো ডায়েটেই নিয়ন্ত্রণে আসছে না শরীর। সেলিয়াক ডিজিজে আক্রান্ত হলেও রোগ ও মোটা হওয়া নিয়ে মোটেও চিন্তিত নয় বলে জানিয়েছেন হারনাজ। তিনি বলেন, 'শরীর নিয়ে আমি বরাবরই সন্তুষ্ট। কে কী বললো বা না বললো তা চিন্তা করার সময় কই?'