ভারতে মাঙ্কিপক্সে প্রথমবারের মতো একজনের মৃত্যু
বিশ্বব্যাপী ক্রমাগত বাড়তে থাকা মাঙ্কিপক্স এর আক্রমণে এবার ভারতের কেরালায় প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
শনিবার বিকেলে মারা যাওয়া ২২ বছর বয়সী ঐ ব্যক্তি গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফিরেছিলেন।
কেরালার ত্রিশুর জেলার বাসিন্দা ঐ ব্যক্তি বিদেশ থেকে ফিরে আসার পর তার দেহে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ দেখা যায়নি।
প্রতিবেদন থেকে জানা গেছে, বিদেশে মাঙ্কিপক্সের টেস্ট করা পজিটিভ রিপোর্টটি তার পরিবার শনিবার সংশ্লিষ্টদেরকে হস্তান্তর করে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যেই তার নমুনা জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউটে (এনআইভি) পাঠিয়েছে, যার ফলাফল এখনো আসেনি।
স্বাস্থ্য বিভাগ বলে, "ঐ ব্যক্তির মাঙ্কিপক্সের কোনো উপসর্গ ছিল না। তাকে এনসেফালাইটিস এবং ক্লান্তির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাঙ্কিপক্সে মৃত্যুর হার খুবই কম হওয়ায় এ মৃত্যুর বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে।"
তার মৃত্যুর পর তার সাথে প্রাথমিক যোগাযোগ থাকা সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতে এ পর্যন্ত চার জনের মাঙ্কিপক্স সংক্রমণ নিশ্চিত করেছে। এরমধ্যে কেরালায় সংক্রমিত ৩ জন তিনটি এবং দিল্লিতে ১ জন।
এরমধ্যে ১৪ জুলাই সনাক্ত হওয়া প্রথম ব্যক্তির চিকিৎসা সফলভাবে হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। শনিবার টেস্ট করার পর তার নেগেটিভ ফলাফল আসে। বাকিরাও চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।