১১২ বছরের পুরোনো টাইটানিকের খবরের কপি মিলল আলমারিতে
টাইটানিক জাহাজডুবি সম্পর্কিত একটি ১১২ বছর পুরনো পত্রিকার কপি সম্প্রতি যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডের একটি বাড়ির আলমারি থেকে পাওয়া গেছে। খবর বিবিসি'র।
খুঁজে পাওয়া কপিটি ১৯১২ সালের ২০ এপ্রিল প্রকাশিত দ্য ডেইলি মিরর পত্রিকার সংস্করণ।
পত্রিকার প্রথম পাতায় টাইটানিক যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই সাউদাম্পটনের একটি ছবি রয়েছে। ছবিতে দেখা যায় দুজন নারী একটি দেয়ালের পাশে উদ্বিগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন, একজনের কোলে একটি শিশু। তারা বেঁচে যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করছেন।
১৯১২ সালের ১৪ এপ্রিল আটলান্টিক মহাসাগরে একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায় জাহাজ টাইটানিক। ওই দুর্ঘটনায় ১৫০০ জনেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন।
পত্রিকাটির এই সংস্করণটি প্রকাশিত হয়েছিল দুর্ঘটনার পাঁচ দিন পর, যখন সাউদাম্পটনে বেঁচে যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হচ্ছিল। শিরোনামে লেখা ছিল, "টাইটানিকের ধ্বংসযজ্ঞ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে একটি"।
পত্রিকাটি খুঁজে পেয়েছে হ্যানসন্স অকশনিয়ার্স, যার মালিক চার্লস হ্যানসন এটিকে "সামাজিক ইতিহাসের মূল্যবান অংশ" বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, "টাইটানিক ডুবির ঘটনাটি বিভিন্ন চলচ্চিত্র, টিভি শো এবং বইয়ে ব্যাপকভাবে নথিভুক্ত হয়েছে, এবং আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানি যারা তাদের জীবন হারিয়েছেন। এই আবিষ্কারটি বহু শোকাহত পরিবার, বন্ধুদের কথা আমাদের স্বরণ করিয়ে দেয়।'
পত্রিকাটির ভেতরের পাতায় নিহতদের কিছু ছবিসহ দুই পৃষ্ঠার একটি বিশেষ প্রতিবেদনও রয়েছে।
চার্লস হ্যানসন আরও জানান, যে নারীর আলমারিতে পত্রিকাটি পাওয়া গেছে, তিনি ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের পাশাপাশি টাইটানিকের ডুবে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ ঘটনার স্বরণে সংবাদপত্রগুলো সংরক্ষণ করে রেখেছিলেন।
গত মঙ্গলবার হ্যানসন্স অকশনিয়ার্সের মাধ্যমে পত্রিকাটি ৩৪ পাউন্ডে বিক্রি হয়। তবে পত্রিকাটির দাম সে সময় কত ছিল, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন