ট্রাম্পকে ফের ‘হত্যাচেষ্টা’, কে এই সন্দেহভাজন রায়ান রাউথ
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবারও 'হত্যাচেষ্টা' থেকে রক্ষা পেয়েছেন। স্থানীয় সময় রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় একটি মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখনই ওই ঘটনা ঘটে। খবর বিবিসির।
ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টরা তার ওপর হামলা ঠেকিয়ে দেন। তবে ট্রাম্প নিরাপদে আছেন। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছে তার প্রচার সেল।
এর দুই মাস আগেও পেনসিলভেনিয়ায় র্যালিতে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। তখন গুলি তার কান স্পর্শ করে গেলে অল্পের জন্য রক্ষা পান তিনি। কিন্তু এক সমর্থক নিহত হন।
সাম্প্রতিক হামলায় ঘটনা নিয়ে এখনো নতুন নতুন তথ্য সামনে আসছে। এক্ষেত্রে রায়ান রাউথ নামের এক সন্দেহভাজনের নামও প্রকাশ করেছেন মার্কিন মিডিয়া।
সন্দেহভাজন ব্যক্তিকে যেভাবে দেখা গেল
ওয়েস্ট পাম বিচ এলাকায় গলফ মাঠটি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন থেকে ১৫ মিনিট দূরবর্তী। এক্ষেত্রে বন্দুকধারীকে প্রথমে সিক্রেট সার্ভিসের এজেন্টরা দেখেছিল। যারা কি-না সাবেক এই প্রেসিডেন্টের খেলার আগে এলাকাটির নিরাপত্তা পরীক্ষা করছিল।
পাম বিচ এলাকার কর্মকর্তা রিক ব্রাডশ জানান, ঝোপঝাড়ের মধ্য বন্দুকধারীকে একে-৪৭ অস্ত্র হাতে দেখতে পান। সে সময় ট্রাম্প বন্দুকধারীর কাছ থেকে মাত্র ৩০০-৫০০ গজ দূরে ছিলেন।
রিক ব্র্যাডশ বলেন, "রাইফেলটি ধরে থাকা ব্যক্তির ওপর সাথে সাথে হস্তক্ষেপ করে একজন সিক্রেট সার্ভিস এজেন্ট। তবে ঐ লোকটি পালিয়ে যায়। এক্ষেত্রে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে ঠিক যা যা করা উচিত ছিল তাই করেছে।"
সন্দেহভাজন ব্যক্তি যেভাবে ধরা পড়ল
এজেন্টরা বন্দুকধারীকে দেখতে পেয়ে প্রায় চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তখন সন্দেহভাজন ব্যক্তি রাইফেলটি ফেলে দিয়ে একটি গাড়িতে করে পালিয়ে যায়। তার সাথে একটি গোপ্রো ক্যামেরা ও টার্গেট করার জন্য স্কোপ ছিল।
কর্মকর্তা জানান, একজন প্রত্যক্ষদর্শী সন্দেহভাজন ব্যক্তিকে ঝোপঝাড় থেকে কালো নিসান গাড়িতে করে পালিয়ে যেতে দেখেছেন। ঐ লোক গাড়ির একটি ছবি তুলেছিল এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সেটি দিয়েছিল।
ঘটনাস্থল থেকে থেকে প্রায় ৬১ কিমি দূরে মার্টিন কাউন্টিতে গাড়ি চালিয়ে প্রবেশ করার পর সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বেশ কয়েকটি আইন প্রয়োগকারী সূত্র বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছে যে, সন্দেহভাজন ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রাউথ।
রায়ান রাউথ কে?
সন্দেহভাজনের পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। রাউথের ছেলে ওরান সিএনএন-কে বলেন, "আমি জানি না ফ্লোরিডায় কী ঘটেছে। আমার মনে হচ্ছে বিষয়গুলি ধারণার বাইরে চলে গেছে। কারণ আমি ছোট থেকে লোকটিকে পাগলের মতো কিছু করতে দেখিনি। তিনি অনেক কম হিংসাত্মক।"
বিবিসির পক্ষ থেকে একই নামে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পাওয়া গিয়েছে। সেগুলো থেকে বোঝা যায়, রাউথ বিদেশি যোদ্ধাদের রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে যাওয়ার আহ্বান জানান।
রাউথের প্রোফাইলে ফিলিস্তিনপন্থী, তাইওয়ানপন্থী ও চীন-বিরোধী বার্তা রয়েছে। যার মধ্যে কোভিড ১৯ ভাইরাসকে চীনের 'বায়োলজিকাল যুদ্ধ' ও 'আক্রমণ' হিসাবে অভিযোগ করেছেন।
রাউথের কোনো মিলিটারি অভিজ্ঞতা নেই। গতবছর তিনি নিউ ইয়র্ক টাইমসকে জানান, তিনি ২০২২ সালে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরপরই ইউক্রেন গিয়েছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল আফগান সৈন্যদের মধ্যে যারা তালেবানদের থেকে বাঁচতে পালিয়েছিল তাদেরকে সামরিক নিয়োগ প্রদান করা।
রাউথ সম্প্রতি মিলিটারি নিয়োগের প্রচেষ্টায়ও সংশ্লিষ্ট ছিলেন বলে মনে হচ্ছে। তিনি গত জুলাই মাসে ফেসবুকে লিখেছেন, "সৈন্যরা, দয়া করে আমাকে কল করবেন না। আমরা এখনও ইউক্রেনকে আফগান সৈন্যদের নেওয়ার জন্য বলছি। আশা করি আগামীতে সাড়া পাওয়া যাবে। অনুগ্রহ করে ধৈর্য ধরুন।"
প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, রাউথের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ববর্তী রেকর্ড আছে। সিবিএস সূত্র অনুসারে, তাকে ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে উত্তর ক্যারোলিনার গুইলফোর্ড কাউন্টিতে অসংখ্য অপরাধমূলক অপরাধের জন্য অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা হয়েছিল।
ট্রাম্পের বর্তমান অবস্থা
বর্তমানে ট্রাম্প স্বাভাবিকই রয়েছেন। তিনি কোনোভাবে আহত হননি।
সাবেক এই প্রেসিডেন্ট বলেছেন, "আমার আশেপাশে গুলির শব্দ হয়েছে। কিন্তু গুজব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে জানাতে চাই যে, আমি নিরাপদে ও ভালো আছি।"
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ঘটনাটি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন। ট্রাম্প নিরাপদে থাকায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
কমলা হ্যারিস এক বিবৃতিতে বলেন, "আমি আজ সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় গভীরভাবে ব্যথিত।"