নরওয়েতে এখন পেট্রোলচালিত গাড়ি অপেক্ষা বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বেশি!
বৈশ্বিক তেল রপ্তানিতে নরওয়ে অন্যতম শীর্ষ দেশ। তবুও দেশটি ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ির দিকে। বর্তমানে দেশটিতে পেট্রোলচালিত গাড়ির অপেক্ষা বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বেশি।
নরওয়েতে মোট ২৮ লাখ রেজিস্ট্রেশনকৃত গাড়ি রয়েছে। এর মধ্যে প্রায় ৭ লাখ ৫৪ হাজার গাড়ি সম্পূর্ণ বৈদ্যুতিক। আর প্রায় ৭ লাখ ৫৩ হাজার গাড়ি চলছে পেট্রোলে।
নর্ডিক দেশটিতে মোট ৫৫ লাখ মানুষের বসবাস। এক্ষেত্রে ২০২৫ সালের মধ্যে তারা পেট্রোল ও ডিজেল চালিত নতুন গাড়ি বিক্রি বন্ধ করে দেবে।
সম্প্রতি বৈদ্যুতিক গাড়িতে ট্যাক্স মওকুফ ও অন্যান্য নানা সুবিধা দিচ্ছে নরওয়ে সরকার। আর তাই দেশটির মানুষ এই গাড়ি কেনায় উদ্বুদ্ধ হচ্ছে।
বৈদ্যুতিক গাড়ি চালুর শুরুর দিকেই নরওয়ের পরিবেশবিদরা দেশটির সবচেয়ে বড় পপ গ্রুপ অ্যা-হা এর সাথে জনসচেতনতা তৈরির জন্য যুক্ত হয়েছিলেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশটিতে বৈদ্যুতিক গাড়ি এখন ব্যাপক জনপ্রিয়।
বর্তমানে নরওয়েতে বিক্রিকৃত দশটির মধ্যে নয়টি গাড়িই বৈদ্যুতিক। এমনকি বহু জায়গায় এসব গাড়ির নগরীর টোল ও পার্কিং চার্জও দিতে হয় না।
বিশ্বের বিভিন্ন দেশে বৈদ্যুতিক গাড়ির চালকেরা চার্জিং সুবিধা না পাওয়ার অভিযোগ করে থাকেন। কিন্ত নরওয়ে এইদিক থেকে ব্যাতিক্রম। শুধু রাজধানী অসলোতেই ২ হাজারেরও বেশি চার্জিং সুবিধা রয়েছে।