উত্তর কোরিয়া যুদ্ধে নামলে মার্কিন অস্ত্র ব্যবহারে নতুন বিধিনিষেধের মুখে পড়বে না ইউক্রেন: পেন্টাগন
উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলে তাদের (উত্তর কোরিয়ার বাহিনী) ওপর মার্কিন অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে নতুন কোনো ধরনের বিধিনিষেধের মুখে পড়তে হবে না বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
মার্কিন এই সংস্থাটির অনুমান, যুদ্ধে অংশ নিতে প্রশিক্ষণের জন্য রাশিয়ার পূর্বাঞ্চলে উত্তর কোরিয়ার অন্তত ১০,০০০ সৈন্য মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, "এই সৈন্যদের একটি অংশ ইতোমধ্যে ইউক্রেনের কাছাকাছি চলে গেছে। আমরা ক্রমশ উদ্বিগ্ন হচ্ছি এবং আশঙ্কা করছি যে, রাশিয়া এই সেনাদের যুদ্ধে ব্যবহার করতে পরে, কিংবা ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার কুরস্ক ওব্লাস্ট এলাকায় ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অভিযানে উত্তর কোরিয়ার সেনাদের সহায়তা নিতে পরে।"
এর আগে সোমবার, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটেও বলেছিলেন, উত্তর কোরিয়া থেকে সামরিক ইউনিটগুলো ইতোমধ্যেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
যদিও কুরস্কে উত্তর কোরিয়ার বাহিনী পৌঁছেছে কিনা তা নিশ্চিত করেননি পেন্টাগন মুখপাত্র।
তিনি বলেন, "সম্ভবত তারা ওই দিক দিয়ে কুরস্কের দিকেই এগোচ্ছে। কিন্তু আমার কাছে এখনও বিস্তারিত নেই।"