গাছের প্রতি ৩টি প্রজাতির মধ্যে একটির বেশি বিলুপ্তির ঝুঁকিতে: আইইউসিএন
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বজুড়ে গাছের প্রতি তিনটি প্রজাতির মধ্যে একটির বেশি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, যা বৈশ্বিক জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য বড় হুমকি।
সোমবার (২৮ অক্টোবর) প্রকাশিত আইইউসিএন রেড লিস্ট অব থ্রেটেন্ড স্পিসিশ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ হাজারের বেশি বৃক্ষপ্রজাতি বর্তমানে বিলুপ্তির আশঙ্কায়। প্রতিবেদনের জন্য আইইউসিএন প্রায় ৪৭ হাজার প্রজাতির ওপর গবেষণা চালায়। ধারণা করা হয়, বিশ্বে বর্তমানে আনুমানিক ৫৮ হাজার প্রজাতির গাছ রয়েছে।
গাছ কাটা, কৃষিকাজ ও মানব স্থাপনা সম্প্রসারণের জন্য বনাঞ্চল পরিষ্কারের কারণে বিপুল পরিমাণ গাছ হারিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ক্রমবর্ধমান খরা ও দাবানলের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব গাছের অস্তিত্বের ওপর আরও চাপ সৃষ্টি করছে।
আইইউসিএন-এর লাল তালিকায় থাকা পাঁচ হাজারের বেশি প্রজাতির গাছ কাঠ উৎপাদনে এবং দুই হাজার প্রজাতির বেশি গাছ ওষুধ, খাদ্য ও জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয়।
গবেষণায় সহায়তাকারী বোটানিক গার্ডেন কনজারভেশন ইন্টারন্যাশনালের (বিজিসিআই) সংরক্ষণ অগ্রাধিকার প্রধান এমিলি বিচ বলেন, 'ঝুঁকির মুখে থাকা প্রজাতির মধ্যে হর্স চেস্টনাট ও জিঙ্কগো প্রজাতি রয়েছে, যা চিকিৎসাকাজে ব্যবহৃত হয়। আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত বড় পাতার মেহগনিও বিপন্ন তালিকায় রয়েছে। এছাড়া বিভিন্ন অ্যাশ, ম্যাগনোলিয়া ও ইউক্যালিপটাস প্রজাতিও ঝুঁকিতে রয়েছে।'
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিপন্ন গাছের সংখ্যা 'বিশ্বজুড়ে হুমকির মুখে থাকা পাখি, স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ ও উভচর প্রাণীর সম্মিলিত সংখ্যার দ্বিগুণেরও বেশি'।
বিশ্বের ১৯২টি দেশে গাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তবে দ্রুত নগরায়ন, কৃষি সম্প্রসারণ এবং আক্রমণাত্মক প্রজাতি, কীটপতঙ্গ ও রোগের কারণে দ্বীপগুলোতে এ হার সবচেয়ে বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বের বৃহত্তম গাছ বৈচিত্র্যের অধিকারী দক্ষিণ আমেরিকায় ১৩ হাজার ৬৬৮ প্রজাতির মধ্যে তিন হাজার ৩৫৬ প্রজাতি বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, এ মহাদেশের আমাজন জঙ্গলে এখনও গাছের অনেক প্রজাতি আবিষ্কৃত হয়নি।
আইইউসিএন বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে বৃক্ষরোপণ, বীজ ব্যাংক এবং বোটানিক্যাল গার্ডেনের মাধ্যমে বিপন্ন প্রজাতি সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
আইইউসিএন-এর মহাপরিচালক গ্রেথেল আগুইলার এক বিবৃতিতে বলেন, 'বাস্ততন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ। পৃথিবীতে জীবনের জন্য গাছ অপরিহার্য। লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন ও জীবিকার জন্য গাছের ওপর নির্ভরশীল।'
জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের কপ১৬ শীর্ষ সম্মেলনের সময় এ প্রতিবেদনটি প্রকাশ করলো আইআইইউসিএন। বর্তমানে কলম্বিয়ার ক্যালি শহরে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনটি।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ধারণা অনুযায়ী, প্রকৃতির ক্ষতি রোধ এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ৫৪২ বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হবে, যা ২০২২ সালে ছিল ২০০ বিলিয়ন ডলার।