হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গত মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত দলটির প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হিসেবে উপ-প্রধান নাঈম কাসেমকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দলটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, দলপ্রধান নির্বাচনের জন্য প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী তাদের শুরা কাউন্সিল ৭১ বছর বয়সী কাসেমকে নির্বাচিত করেছে।
১৯৯১ সালে হিজবুল্লাহর তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি তাকে হিজবুল্লাহর উপ-প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এর পরের বছরই মুসাভি ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন।
নাসরুল্লাহ নেতা হওয়ার পরেও কাসেম তার পদে বহাল ছিলেন এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর অন্যতম শীর্ষস্থানীয় মুখপাত্র তিনি।
২০২৩ সাল থেকে ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাত বাড়ার সময় থেকে তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাত্কারের বিষয়টি পরিচালনা করতেন।
গত ২৭ সেপ্টেম্বর নাসরুল্লাহ নিহত হন এবং এক সপ্তাহ পর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা হাশেম সাফিয়েদ্দিন নিহত হন।
নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে কাসেম টেলিভিশনে তিনটি ভাষণ দিয়েছেন। এর মধ্যে ৮ অক্টোবরের ভাষণে তিনি বলেছিলেন, লেবাননে জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে হিজবুল্লাহ।