চরম অখেলোয়াড়সুলভ আচরণ! ক্রন্দনরত কোরীয় ফুটবলারের সঙ্গে সেলফি তুলতে গেলেন ঘানার কোচিং স্টাফ
গতকাল (২৮ নভেম্বর) ঘানা-দক্ষিণ কোরিয়া খেলায় আগাগোড়া ছিল টানটান উত্তেজনা। দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দুর্দান্ত খেলেও ৩-২ গোলে ঘানার কাছে হেরে যায় দক্ষিণ কোরিয়া।।
আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর এ খেলা শেষে তাই চোখের পানি ধরে রাখতে পারেননি এশিয়ান দেশটির সমর্থকরা। কান্নায় ভেঙে পড়েন কোরীয় ফুটবলার সন হিয়ুং-মিন। কিন্তু এরপর ঘটে এক আপত্তিকর ঘটনা যা জন্ম দিচ্ছে সমালোচনার।
ক্রন্দনরত সনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন ঘানার কোচিং স্টাফের এক সদস্য। একে তো বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়ার বেদনা, অন্যদিকে সান্ত্বনা না দিয়ে সেলফি তোলার চেষ্টায় রয়েছেন সেই সদস্য; আর এতেই শুরু হয়েছে সমালোচনা।
খেলাধুলা ও বিনোদন সংবাদভিত্তিক গণমাধ্যম ইয়ার্ডবার্কার এ ঘটনাকে 'জঘন্য খেলোয়াড়ি মানসিকতা' বলে আখ্যায়িত করেছে, অন্যদিকে খেলাধুলাভিত্তিক আরেক ডিজিটাল গণমাধ্যম মিরর বলেছে 'উদ্ভট'। যুক্তরাজ্যভিত্তিক ডেইলি এক্সপ্রেস বলেছে, ঘানার এক কোচ ম্যাচের পর 'নির্মমভাবে' দক্ষিণ কোরীয় অধিনায়কের সাথে সেলফি তুলতে উদ্যত হয়েছেন।
তবে কোচিং স্টাফদের একজন এমন কাজ করলেও বাকি দুইজন সদস্যকে দেখা যায় তারা সনকে সান্ত্বনা দিচ্ছেন।
কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে দক্ষিণ কোরিয়া। এরপর দ্বিতীয় ম্যাচটি ছিল ঘানার বিপক্ষে। প্রথমার্থে ২-০ গোলে ঘানা এগিয়ে থাকলেও খেলার ৬০ মিনিটে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। কিন্তু ৬৫ মিনিটে শেষ গোল করে ঘানাকে জিতিয়ে দেন মোহাম্মদ কুদুস।
'এইচ' গ্রুপের দলগুলোর মধ্যে ঘানার অবস্থান দ্বিতীয়, অন্যদিকে দক্ষিণ কোরিয়া রয়েছে তৃতীয়তে। আগামী শুক্রবার (২ ডিসেম্বর) ঘানা খেলবে উরুগুয়ের বিপক্ষে; একইদিনে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পর্তুগাল।
২০১৫ সাল থেকে টোটেনহাম হটস্পারের হয়ে খেলছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড সন। সেবছর সহ ২০১৭ ও ২০১৯ সালে তিনবার এএফসি ইন্টারন্যাশনাল ফুটবলার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি।