'ডাইভ' দিয়ে লাল কার্ড দেখলেন নেইমার
বিশ্বকাপের বিরতির পর পিএসজির হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিলেন নেইমার। স্ট্রাসবুর্গের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে পিএসজি জিতলেও, ব্যক্তিগতভাবে ফেরাটা মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য।
স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের ৯০ মিনিট খেলে শেষ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। কোনো গোল তো পাননি-ই, উল্টো মাত্র ৬২ মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
ম্যাচের ১৪ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকেই পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন মার্কিনিওস। নিজে দুর্দান্তই খেলছিলেন ব্রাজিলিয়ান তারকা, কিন্তু গোলের দেখা পাচ্ছিলেন না।
ম্যাচের ৬১ মিনিটে স্ট্রাসবুর্গের টমাসসনের মুখে আঘাত করে হলুদ কার্ড দেখেন নেইমার। মাত্র এক মিনিট পরেই এমবাপ্পের বাড়িয়ে দেওয়া বল ডি-বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিতে গিয়ে 'ডাইভ' দেন তিনি।
পেনাল্টির আবেদন করেন নেইমার, কিন্তু স্ট্রাসবুর্গের কোনো খেলোয়াড়ের সঙ্গে স্পর্শ না হয়েই পড়ে যাওয়ার ফলে তাকে উল্টো হলুদ কার্ড দেখান রেফারি।
এক মিনিটের মধ্যে দুই হলুদ কার্ড দেখায় সেটি পরিণত হয় লাল কার্ডে। ফলে ক্লাবের হয়ে মাঠে ফেরার প্রথম ম্যাচ শেষ না করেই উঠে যেতে হয় নেইমারকে। লাল কার্ড দেখার ফলে পরবর্তি ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি।