'রোনালদো এখন অতীত, তাকে নিয়ে ভাবার সময় নেই'
সদ্যই সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই বছরের চুক্তিতে রোনালদো প্রতি বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা পাবেন। এদিকে রোনালদোর ছেড়ে আসা ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক ট্যান হাগের কাছে রোনালদো এখন শুধুই অতীত।
এইতো কাতার বিশ্বকাপের আগেও রোনালদো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। তিনি নিজেও কী ভেবেছিলেন, বিশ্বকাপের পর আর ইউনাইটেডে ফেরা হবে না তার? শুধু তাই নয়, ইউরোপিয়ান ফুটবলকেই বিদায় জানিয়ে দিতে হয়েছে রোনালদোর। ইউনাইটেড কোচ, এরিক ট্যান হাগও আর রোনালদোকে নিয়ে একদমই ভাবছেন না।
কাতার বিশ্বকাপের ঠিক আগেই পিয়ার্স মরগানকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক ট্যান হাগকে ধুয়ে দিয়েছিলেন রোনালদো। ট্যান হাগ তাকে অসম্মান করেছেন দাবি করেন রোনালদো। ইউনাইটেড কোচকে তিনিও সম্মান করেন না বলে জানিয়েছিলেন। এরপর থেকেই ক্লাব এবং ট্যান হাগের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে পর্তুগিজ তারকার।
এর কিছুদিনের মধ্যেই ইউনাইটেড রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে। পারস্পারিক সমঝোতার ভিত্তিতে ছিন্ন হয় এই সম্পর্ক। এরপর ইউরোপের বিভিন্ন ক্লাবে ধরণা দিয়ে বেড়ালেও, রোনালদোকে নিতে রাজি হয়নি কেউ।
শেষ পর্যন্ত, সৌদি আরবের ক্লাব আল-নাসেরে বিশাল অংকের চুক্তিতে খেলতে রাজি হন রোনালদো। তার এই সিদ্ধান্ত নিয়ে এরিক ট্যান হাগকে প্রশ্ন করা হলে, তিনি জানান, রোনালদো এখন কেবলই অতীত, 'আমি অতীত নিয়ে ভাবতে পছন্দ করি না, আর ভাবিও না। আমাদের সামনে কী আছে, সেটি নিয়েই আমার চিন্তা। আমরা দল হিসেবে এখনও অনেক উন্নতি করতে চাই।'
রোনালদো পরবর্তী সময়ে ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবগুলোই জিতেছে তারা, এই মৌসুমে প্রিমিয়ার লিগ টেবিলে প্রথমবারের মতো উঠেও এসেছে সেরা চারে।