রোহিঙ্গা ক্যাম্প থেকে কমান্ডারসহ আরসার ৫ সদস্য গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'আরসা'র কমান্ডারসহ সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত সকলেই হত্যা মামলাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার (২৯ জানুয়ারি) রাতে বিভিন্ন সময় র্যাব ১৫, জেলা পুলিশ, এপিবিএন এর ৮ ও ১৪ ব্যাটালিয়নের সদস্যরা উখিয়ার বিভিন্ন এ ক্যাম্পে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
তিনি আরো জানান, বিভিন্ন মামলার এজাহারভ'ক্ত আসামিদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া সকলেই এজাহারভুক্ত আসামি এবং মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন 'আরসা'র সদস্য।"
"এরমধ্যে ডা. রফিক সংগঠনটির গ্রুপ কমান্ডার এবং আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করে থাকে," বলেন তিনি।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি।
গ্রেপ্তারকৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, "সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে, আদালত তাদের কারাগারে প্রেরণ করেছে।"