'রোনালদো যাওয়ায় ইউনাইটেডের খেলোয়াড়রা ভালো বোধ করছে'
ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় তিনি, অনেকের মতেই সর্বকালেরই সেরা। অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্কের ইতিটা ঘটেছে তিক্তভাবে। ক্লাবের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে কোচ এবং বোর্ডকে সমালোচনার মুখে রেখে ইউনাইটেড ছেড়েছেন সিআর সেভেন।
সাবেক ইউনাইটেড কিংবদন্তি রয় কিনের অবশ্য তাতে থোড়াই কেয়ার। রোনালদো চলে গিয়ে ক্লাবের উপকার করেছেন বলে মনে করেন ইউনাইটেডের ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।
ইংলিশ লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে জয়টা ৫-০ গোলের। ফাইনালে ওঠায় প্রায় ৬ বছর পর কোনো শিরোপা জেতার সুযোগ ইউনাইটেডের সামনে। ২৬ ফেব্রুয়ারি তাদের সামনে বাধা নিউক্যাসল ইউনাইটেড।
মৌসুমের শুরুর দিকেও ইউনাইটেডের অবস্থা ছিলো যাচ্ছেতাই। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু হয় রেড ডেভিলদের। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তখন থেকে বনিবনা হচ্ছিল না ক্লাবের নতুন কোচ এরিক ট্যান হাগের।
শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে পিয়ার্স মরগানকে বিস্ফোরক এক সাক্ষাৎকার দেন রোনালদো, সেখানে ক্লাবের মালিকপক্ষ এবং ট্যান হাগকে ধুয়ে দেন তিনি। এরপরই পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি ছিন্ন করে ইউনাইটেড।
আর রোনালদোর চলে যাওয়ার পর থেকেই ইউনাইটেড আছে দারুণ ছন্দে। প্রিমিয়ার লিগের টেবিলে এখন তৃতীয় স্থানে আছে ট্যান হাগের শিষ্যরা। সেইসাথে ঘরের মাঠে অপ্রতিরোধ্যই হয়ে উঠেছে দলটি। ইউনাইটেডের সাবেক কিংবদন্তি রয় কিন সেটিরই উদাহরণ টেনেছেন, তার মতে রোনালদো চলে যাওয়ার পর ট্যান হাগের দল আবারো নিজেদের নিয়ে ভালো বোধ করা শুরু করেছে।
রোনালদোকে নিয়ে ক্লাব এবং কোচের মাথাব্যথা দূর হওয়াতেই এখন আসল ইউনাইটেডকে দেখা যাচ্ছে বলে মন্তব্য কিনের, 'রোনালদোর বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত সবার উপর চাপ ছিলো। এখন সে চলে যাওয়ায় এটার সমাধান হয়ে গিয়েছে। সবাই নিজেদের মতো করে সর্বোচ্চটা দিতে পারছে।'
এ কথার সঙ্গে সবচেয়ে বেশি একমত হবেন মার্কাস রাশফোর্ড, গত মৌসুমে রোনালদো ক্লাবে ফিরে আসার পর তিনি যাওয়ার আগ পর্যন্ত নিজেকে হারিয়ে খুঁজছিলেন রাশফোর্ড। ইংল্যান্ডের অন্যতম সেরা এই খেলোয়াড় রোনালদো যাওয়ার পর থেকে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। বিশ্বকাপের পর ইতোমধ্যে ১০ গোল করেছেন তিনি।