চেকপোস্ট বসিয়েও কাজ হচ্ছে না রংপুরে
সরকারি নির্দেশনার ৩১তম দিনেও রংপুরে ছোটো যানবাহন এবং মানুষের ভিড় বেড়েছে। তাদের নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া নগরীরতে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় লকডাউন করা হয়েছে বিভিন্ন এলাকায়।
শনিবার সকাল থেকেই কারণে-অকারণে রিক্সা, অটোরিক্সা, সাইকেল, মোটরসাইকেলে করে অনেকেই ঢুকেছেন নগরীতে। বেরিয়ে যাচ্ছেন একইভাবে। এতে সামাজিক দূরত্ব দূরত্বের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী।
নগরীর ২১টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে মেট্রোপলিটন পুলিশ নির্দেশনা অমান্যকারীদের বুঝিয়ে ফেরত পাঠাচ্ছেন।অনেককে দেওয়া হচ্ছে মামলা। এছাড়াও নগরীতে সিটি কর্পোরেশন, সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যরাও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে।
তবে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় কাঁচাবাজার সিটি মার্কেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে
কাঁচাবাজার বসবে পাবলিক লাইব্রেরির মাঠে।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, সেনাবাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরাও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে মাঠে। মানুষ যাতে ঘরে থাকে এর জন্য খাদ্যসামগ্রী বাসায় গিয়ে দেওয়া হচ্ছে।