রাজধানীতে তিনদিনের পর্যটন মেলা শুরু
আজ থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৩।
মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
তিনি বলেন, 'গত ১৪ বছর যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে যা পর্যটন বিকাশে সহায়তা করছে। ট্যুরিজম মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে। আমরা সম্ভাবনাময় এ পর্যটন সেক্টরকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে কাজ করছি। মাস্টারপ্ল্যান অনুযায়ী প্রকল্প নেয়া হবে।'
ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টসহ বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন এই মেলায় অংশ নিয়েছে।
মেলায় বিমান পরিবহন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, হাসপাতালসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তারা নিজেদের সেবার ওপর বিশেষ মূল্যছাড় সহ নানা সুবিধা দিচ্ছে। এছাড়াও ট্যুর অপারেটররা বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ অফার করছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীদের প্রবেশে কোনো টাকা লাগবে না। আয়োজকরা জানিয়েছেন, এ মেলার টাইটেল স্পন্সর ফার্স্ট ট্রিপ।