বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
গঞ্জালো মন্তিয়েলের জীবন যেন রোলার কোস্টারের মতোই চলছে। তিন মাস আগে বিশ্বকাপ ফাইনালে প্রথমে খলনায়ক থেকে হয়েছেন নায়ক। এবার আবার খলনায়ক হওয়ার উপক্রম হয়েছে আর্জেন্টাইন রাইট-ব্যাকের।
মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। সেই নারীর আইনজীবীর সূত্র মারফত খবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
২০১৯ সালের ১ জানুয়ারি মন্তিয়েলের জন্মদিনে এ ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন সেই নারীর আইনজীবী র্যাকুয়েল হারমিদা। আর্জেন্টিনার 'রেডিও ১০' কে দেওয়া সাক্ষাৎকারে হারমিদা দাবি করেন, মন্তিয়েলের বাসায় 'কিছু লোকের দ্বারা যৌন নির্যাতনের' ঘটনা ঘটেছে।
অভিযোগকারী নারী বুয়েনস এইরেসের লা মাতানজা অঞ্চলে থাকেন, যেখানে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন র্যাকুয়েল হারমিদা। হারমিদা আরো দাবি করেছেন, অভিযোগ করার সময় মন্তিয়েলের মা সেই নারীকে হুমকি দিয়েছেন।
হারমিদা বলেন, মন্তিয়েলের সঙ্গে অল্প সময়ের সম্পর্ক ছিল সেই নারীর। পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মন্তিয়েল সেই নারীকে বাসায় নিয়ে এসেছিলেন এবং লা মাতানজায় অনুষ্ঠিত পার্টিতেও নিয়ে যান। ঘটনার শিকার সেই নারী পেশায় একজন মডেল এবং তিনি মদ পান করেন না।
কিন্তু পার্টিতে দুবার মদ পানের পর তিনি চেতনা হারান বলে দাবি করেন হারমিদা। এরপর সেই নারীকে 'মন্তিয়েলের বাসার বাইরে ছুড়ে ফেলা হয়' এবং ঠিক কতজন লোক মিলে তাকে যৌন নিগ্রহ করেছেন, সেটি তিনি জানেন না বলে দাবি করেন হারমিদা। কীভাবে বাসায় পৌঁছেছেন সেটিও সেই নারী জানেন না, এমনটাই বলছেন এ আইনজীবী।
সেভিয়ার ২৬ বছর বয়সী ডিফেন্ডার মন্তিয়েল রিভার প্লেটের হয়ে জিতেছেন কোপা লিবার্তোদোরেস। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ 'ফিনালিসিমা' ও গত ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। টাইব্রেকারে তার করা গোলেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ইতিহাসে পাতায় নিজের নাম লিখিয়েছেন মন্তিয়েলের।