প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড হলান্ডের
রেকর্ডটা যে তিনি নিজের করে নেবেন তা যেন অবধারিতই ছিলো। অপেক্ষা ছিলো শুধু সময়ের। সেই অপেক্ষাও ফুরোলো। আর্সেনালের বিপক্ষে সিটির ৪-১ গোলে জেতা ম্যাচে আর্লিং হলান্ড রেকর্ড বুক লিখলেন নতুন করে।
প্রিমিয়ার লিগ ৩৮ ম্যাচের মৌসুমে রূপান্তরিত হওয়ার পর এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ছিলো লিভারপুলের মোহামেদ সালাহর। যা নিজের করে নিয়েছেন আর্লিং হলান্ড।
আর্সেনালের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে করা হলান্ডের গোলটি ছিলো এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে তার ৩৩ তম। মোহামেদ সালাহর ৩২ গোলের রেকর্ড টিকলো মাত্র ৫ বছর। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের হয়ে ৩৮ ম্যাচে ৩২ গোল করেছিলেন এই মিশরীয় ফরোয়ার্ড।
হলান্ড ৩৩ গোল করেছেন মাত্র ২৯ ম্যাচ খেলে। তার হাতে আছে আরো ৭ টি ম্যাচ। ৩৩ গোল যে বেড়ে কতদূর যাবে সেটি বলা মুশকিল।
সবমিলিয়ে এই মৌসুমে হলান্ডের গোলসংখ্যা দাঁড়াল ৪৯ টিতে। মাত্র ২২ বছর বয়সেই এক মৌসুমে গোলের অর্ধশতকের হাতছানি ডাকছে তাকে। যে কীর্তি নেই মেসি-রোনালদোরও।
হলান্ড যদি নিজের রূদ্রমূর্তি বজায় রাখতে পারেন, তাহলে এই মৌসুমে জাদুকরি 'ট্রেবল' জেতার রাস্তাটা সিটির জন্য সহজই হবে।