ফরিদপুরে বিএনপির শোক র্যালি অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনকালে কৃষক দলের এক কর্মীকে হত্যার প্রতিবাদে ফরিদপুরে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, "এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। আওয়ামী লীগের ভোট চুরির কারণে আজ দেশের মানুষ ভোট দেওয়া ভুলে গেছে। আমরা ভোটাধিকার পুনরুদ্ধার জন্য রাস্তায় নেমেছি। আমাদের একটাই কর্মসূচি- এই সরকারের পতন।"
অন্যথায় গণ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে বলে উল্লেখ করেন বক্তারা।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১১ টার সময় মহানগর বিএনপির উদ্যোগে শহরের কাঠপট্টি এলাকার বিএনপি অফিসের সামনে থেকে র্যালিটি বের হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, গোলাম রব্বানী রতন, কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়েস প্রমুখ।