সোনারগাঁও থেকে খাবার এনে খাওয়ানো হলো লাঠিপেটায় আহত গয়েশ্বরকে
রাজধানীর ধোলাইখাল মোড়ে অবস্থানকালে বেধড়ক লাঠিপেটার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে অবশ্য বিএনপির এই নেতাকে আপ্যায়ন করে খাইয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
শনিবার (২৯ জুলাই) বেলা ১১টায় নয়াবাজারে বিএনপি অফিসের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরসহ অন্তত সাতজন নেতা-কর্মী আহত হন।
আহত গয়েশ্বরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীকালে তাকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদের কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে গয়েশ্বর চন্দ্র রায়কে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে খাবার এনে খাওয়ান ডিবি প্রধান।
বিরিয়ানি ও মাংসের পাশাপাশি কয়েক ধরনের ফল আনা হয়। সেই খাবার ডিবির প্রধান নিজ হাতে পরিবেশন করেন। নিজেও একই টেবিলে বসে দুপুরের খাবার খান হারুন।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ডিবি প্রধান হারুন অর রশিদকে সোনারগাঁও থেকে খাবর আনার বিষয়টি বলতে শোনা যায়।