৭ অক্টোবর থেকে স্বল্প পরিসরে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু
আগামী ৭ অক্টোবর থেকে স্বল্প পরিসরে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল; এখন পর্যন্ত টার্মিনালটির ৮১.৬% নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।
তিনি জানান, আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 'সফট ওপেনিং' করবেন।
তবে ৭ অক্টোবর আংশিক উদ্বোধন হলেও যাত্রীরা টার্মিনাল ব্যবহার করতে পারবেন ২০২৪ সালের শেষের দিকে।
বেবিচক চেয়ারম্যান বলেন, প্রাথমিকভাবে কেবল এয়ারলাইনসগুলো এ পরিষেবা গ্রহণ করতে পারবে।
বেবিচক-এর তথ্য অনুসারে, প্রায় ৪ হাজার দেশি ও বিদেশি কর্মী কাজ করছেন এই প্রকল্পে। ঢাকা বিমানবন্দর বর্তমানে যে সংখ্যক যাত্রীকে পরিষেবা দিতে পারে, নির্মাণ কাজ সম্পন্ন হলে বিশ্বমানের এই টার্মিনাল তার দ্বিগুণ পরিমাণ যাত্রীকে পরিষেবা দিতে পারবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
এর আগে প্রকল্প সূত্রে জানা যায়, টার্মিনালটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার জমির ওপর নির্মিত হচ্ছে। এতে ২ লাখ ৩০ হাজার বর্গমিটার ফ্লোর স্পেস, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৪টি প্রস্থান বা ডিপার্চার কাউন্টার এবং ৬৪টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক থাকবে।
২০১৯ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে ২১ হাজার ৩০০ কোটি টাকার 'হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল' এর বহুল প্রতীক্ষিত নির্মাণ কাজের উদ্বোধন করেন।