এলপিএলে সাকিবের দলে খেলতে শ্রীলঙ্কা গেলেন লিটন
বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলে কদিন আগেই দেশে ফিরেছেন লিটন কুমার দাস। দেশে ফিরে বিশ্রামে ছিলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এরই মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ডাক পেলেন তিনি। টুর্নামেন্টে নাজুক অবস্থায় থাকা গল টাইটান্স তাকে দলে ভিড়িয়েছে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সময়টা ভালো না কাটলেও লিটনের ওপর আস্থা রেখেছে গল টাইটান্স। বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়া বাংলাদেশের এই ব্যাটসম্যান ইতোমধ্যে দেশে ছেড়েছেন। গল টাইটান্সের বাকি ম্যাচগুলো খেলে দেশে ফিরবেন লিটন। এবারই প্রথম এলপিএলে ডাক পেলেন তিনি।
এলপিএলের দলটির হয়ে শুরু থেকেই খেলছেন সাকিব আল হাসান। এই দলে আছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, এবার যোগ দিচ্ছেন লিটন। এলপিএলে খেলা এবং তার শ্রীলঙ্কার যাওয়ার খবরটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস।
তিনি বলেন, 'এলপিএলে দল পেয়েছেন লিটন, আবেদনের প্রেক্ষিতে তাকে আমরা অনাপত্তিপত্র দিয়েছি। দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছে সে। টুর্নামেন্টের বেশি সময় না থাকায় বাকি ম্যাচগুলো খেলার অনুমতি দেওয়া হয়েছে তাকে, এরপর সে দেশে ফিরবে।'
এলপিএলে প্রথম পর্বে গল টাইটান্সের আর দুই ম্যাচ আছে। ছয় ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার সর্বশেষ দল তারা। দলের মতো সাকিবেরও ভালো সময় যাচ্ছে না। ৬ ম্যাচে ৮৩ রান করা অভিজ্ঞ এই অলরাউন্ডার উইকেট নিয়েছেন ৬টি। এই দলে খেলতে বেশ আগে শ্রীলঙ্কা যাওয়া মিঠুন এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।