কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
সোমবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের চালিভাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি নিহত হয়েছেন।
কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "আজ সকালে উপজেলার চালিভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নিজাম সরকার (৪০) চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছোট ভাই। তিনি চালিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।"
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গত দুইদিন ধরেই ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছিল। এর জের ধরেই সোমবার সকালে স্থানীয় দুটি গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে৷
"এ সময় দুই গ্রুপের লোকেরাই টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে হামলা করে। এতে ১০ জন আহত ও একজন নিহত হন," বলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় আওয়ামী লীগের দুটি গ্রুপ রয়েছে; এরমধ্যে সানাউল্লাহ গ্রুপে আছে চেয়ারম্যান হুমায়ুন কবির সমর্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ। অপরদিকে, জেলা পরিষদ সদস্য কাইয়ুম হোসেনের নেতৃত্বে আছে আওয়ামী লীগের আরও একটি অংশ। এই পক্ষ স্থানীয়ভাবে কাইয়ুম গ্রুপ নামে পরিচিত।