রোনালদোর জোড়া গোল, শক্তিশালী আল-আহলিকে হারাল আল-নাসের
এক দিকে ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানে, মার্সেলো ব্রোজোভিচ, আয়মেরিক লাপোর্তে, অ্যালেক্স তেলেসরা, অন্য দিকে রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ, এদুয়ার্দ মেন্দি, সেইন্ট ম্যাক্সিমিনরা। ইউরোপ কাঁপানো সব তারকার মুখোমুখি লড়াইয়ে ম্যাচটিকে সৌদি লিগের মনে না করে ভুল করলেও দোষের কিছু নেই।
এতসব তারকার মুখোমুখি হওয়ার ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ আর নতুন কী পর্তুগিজ মহাতারকার জন্য!
রোনালদোর জোড়া গোলের সাহায্যে শক্তিশালী আল-আহলিকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে আল-নাসের। সিআর সেভেনের সতীর্থ তালিস্কাও করেছেন জোড়া গোল।
সৌদি প্রো লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে আল-নাসের। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে তারা।
রোনালদোও এই টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন। এবারের সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে নয় গোল করেছেন এবং চার গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।
লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরোয়ার্ডই। এখন পর্যন্ত আল-নাসেরের হয়ে ২৭ ম্যাচ খেলে তিনি করেছেন ২৩ গোল ও সাত গোলে অ্যাসিস্ট করেছেন।