বিএনপির অবরোধ মোকাবেলায় আমরাও ১৮ অক্টোবর ঢাকা দখল করব: কাদের
বিএনপির সমাবেশের নামে শহরব্যাপী অবরোধের পরিকল্পনা মোকাবেলায় আওয়ামী লীগ ঢাকা দখল করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের যুব সমাবেশে বক্তব্যে কাদের এই মন্তব্য করেন।
তিনি বলেন, লাল কার্ড ইস্যু করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সরাসরি মাঠে নামবে। আমরা প্রস্তুত। আমরাও ১৮ অক্টোবর (বিএনপির অবরোধ মোকাবিলায়) ঢাকা দখল করব। ঢাকা অবরুদ্ধ, বিএনপিকেও অবরুদ্ধ করা হবে।
বিএনপি-জামায়াত হত্যাকাণ্ড, দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবাদ সমাবেশের নামে রাজধানী অবরোধ করা হলে বিএনপির অবস্থা 'শাপলা চত্বর' এর চেয়েও খারাপ হবে।
'এখন, তারা (বিএনপির লোকেরা) ঢাকায় ঢুকে পড়েছে। তারা পালানোর পথ খুঁজে পাবে না। শাপলা চত্বরে কী হয়েছিল মনে আছে? শেষ রাতে সবাই পালিয়ে গিয়েছিল। আমি এটা বলতে চাই না, (কিন্তু) বিএনপির আরও করুণ পরিণতি হবে, শেখ হাসিনা মাথা নত করবেন না।'
তিনি আরও বলেন, ফখরুল বলেছেন, পশ্চিমা দেশগুলোর সমর্থন বিএনপিকে চলমান আন্দোলনে উৎসাহিত করেছে। তিনি আরও মিথ্যা কথা বলবেন। পশ্চিমা দেশগুলো থেকে যারা বাংলাদেশে এসে আমাদের সঙ্গে কথা বলেছে, তারা দেশে-বিদেশে বলেছে যে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমেরিকাও তাই বলেছে, ইউরোপও তাই বলেছে।
কাদের আরো বলেন, 'ফখরুল এমন অবাস্তব কথা কোথায় পান? খেলা চলছে। আমরা বসে থাকব না। খেলাটি গত ডিসেম্বরের চেয়ে কঠিন হবে। এখন কোয়ার্টার ফাইনাল চলছে। পরের মাসে সেমিফাইনাল। তারপর ফাইনাল খেলা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।