ছবিতে ঢাকার রাস্তায় আ.লীগ-বিএনপি-জামায়াতের মুখোমুখি অবস্থান, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ঢাকার রাস্তায় আওয়ামী লীগ ও বিএনপির মিছিল, সমাবেশ থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয় কাকরাইল এলাকা।
আওয়ামী লীগ নেতা-কর্মীদের বহনকারী একটি বাস ভাঙচুর এবং একটি পুলিশ বুথে আগুন দেওয়ার কথা জানা গেছে।
কাকরাইল মোড়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ছবি: জিয়া চৌধুরী
সংঘর্ষ চলাকালে বেশকিছু যানবাহন ভাঙচুর করা হয়, এরমধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বহনকারী একটি বাস থাকার দাবি করা হচ্ছে। ছবি: জিয়া চৌধুরী
কাকরাইল মোড়ে সংঘর্ষের সময় ট্রাফিক পুলিশের একটি বুথে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।ছবি: জিয়া চৌধুরী
কাকরাইল মোড়ে সংঘর্ষের সময় বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ছবি: জিয়া চৌধুরী
সংঘর্ষের সময় লাগানো আগুন নেভাতে নীল রঙের পানি ব্যবহার করে পুলিশ। ছবি: জিয়া চৌধুরী
বিএনপি কর্মী ও পুলিশের সংঘর্ষে কাকরাইলের রাস্তাঘাট রণক্ষেত্রে পরিণত হয়। ছবি: জিয়া চৌধুরী
সংঘর্ষের পর কাকরাইলের রাস্তাজুড়ে পরে থাকতে দেখা যায় ভাঙা কাঁচ ও ইট-পাটকেল। ছবি: জিয়া চৌধুরী
পুলিশ বায়তুল মোকাররমের উত্তর গেইটে সতর্ক অবস্থানে রয়েছে। মসজিদে আসা মুসল্লিদের তল্লাশী করেন তারা।
বিচারপতি ভবনও বিক্ষোভকারীদের ভাঙচুরের শিকার হয়।
বিচারপতি ভবনের বাইরে বিক্ষোভকারীরা যানবাহন ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়।
বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের পর কাকরাইল মসজিদ মোড় নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স- এও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।