গাজায় এ পর্যন্ত জাতিসংঘের ৮৮ কর্মী নিহত, যা একক কোনো সংঘর্ষে সর্বোচ্চ
গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান হামাস-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত জাতিসংঘের অন্তত ৮৮ জন কর্মী নিহত হয়েছেন। একক কোনো সংঘাতে এটিই জাতিসংঘ কর্মীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রাণহানীর ঘটনা বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মৃত্যুর এই সংখ্যাটি 'একক কোনো সংঘাতে জাতিসংঘ কর্মীদের মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা'।
জাতিসংঘ বলেছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)-এর ৮৮ কর্মী নিহত হয়েছেন।
এদিকে, গাজা ভূখণ্ডজুড়ে রোববার রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অন্তত আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মৃত্যের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা জানিয়েছেন, গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে গত ৩১ দিনে গাজা উপত্যকায় মোট ১৭৫ জন চিকিৎসা কর্মী এবং ৩৪ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী নিহত হয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এই সময়ে ইসরায়েলি বোমা হামলায় বা জ্বালানি ও ওষুধের সংকটে ভূখণ্ডটির ৩৬টি হাসপাতালের মধ্যে ১৬টি এবং ৭২টি ক্লিনিকের মধ্যে ৫১টিই ক্লিনিক বন্ধ হয়ে গেছে।