যুক্তরাষ্ট্রে এখন বাংলাদেশি শিক্ষার্থী ১৩ হাজারের বেশি, এযাবৎ সর্বোচ্চ
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে।
২০২৩ ওপেন ডোর রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জের প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১৩ হাজার ৫৬৩ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা ঠিক আগের শিক্ষাবর্ষের (২০২১-২২) চেয়ে ২৮ শতাংশ বেশি। শুধু আগের শিক্ষাবর্ষের চেয়েই নয়, বরং বিশ্বের সর্বোচ্চ সামগ্রিক বৃদ্ধিগুলোরও একটি এটি।
প্রতিবেদন আরও বলা হয়েছে, আড়াই হাজার শিক্ষার্থী স্নাতক (স্নাতক এবং সহযোগী ডিগ্রি) অধ্যয়নে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। এছাড়াও প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক পর্যায়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। বাইরের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের হিসেবে সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০০ শতাংশেরও বেশি বেড়েছে। দেশটিতে যেখানে ২০১১-১২ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থী ছিল তিন হাজার ৩১৪ জন, সেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৩ জন।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটস ব্যুরো অভ এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ও ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল যৌথভাবে বার্ষিক ওপেন ডোরস রিপোর্ট প্রকাশ করেছে, যা মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা এবং প্রাক-একাডেমিক ইনটেনসিভ ইংলিশ প্রোগ্রামগুলোতে তালিকাভুক্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করে থাকে।
যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে এবং এটি মহামারীর আগে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যার কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির হার গত চার দশকের মধ্যে সবচেয়ে বেশি।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, 'আমরা এটা দেখে উচ্ছ্বসিত যে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছে। যুগান্তকারী গবেষণায় যুক্ত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পাসের জীবনকে সমৃদ্ধ করা পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দারুন সাফল্য অর্জন করে চলেছে।'
আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন করছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে উচ্চ শিক্ষার আবেদন প্রক্রিয়া, বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রাম, তহবিল বা বৃত্তির সুযোগ এবং মার্কিন সরকারের দেওয়া একাডেমিক ও বৃত্তিসহ নানা বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের এবং বিশেষজ্ঞদের জন্য ভার্চুয়াল এবং সরাসরি সেশনের সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে ফেসবুকে facebook.com/EdUSABangladesh পেইজে অথবা [email protected] ঠিকানায় ই-মেইল করার মাধ্যমে বিস্তারিত জানা যাবে।