১৭ ডিসেম্বরের মধ্যে ১৪ দলীয় জোটের শরিকদের সাথে আসন ভাগাভাগি: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে।'
বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, '১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। সে সময়ের মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট, নিজেদের মধ্যে আসন বণ্টন প্রশ্নে যথেষ্ট সুযোগ আছে। সে সময়ের মধ্যে আমরা তা করতে পারি। জোট তো ভেঙে দেইনি।'
তিনি বলেন, 'জোটের মধ্যে যদি কোনো আসন ভাগাভাগির বিষয় হয়, সেটার এখনও সময় আছে। আগে মনোনয়নপত্র জমা দিক। ইলেক্টেবল নয় এমন প্রার্থী মনোনয়ন আমরা কেন দেব? যাকে টেনে তোলা যাবে না, ক্রেন দিয়ে তোলা যাবে না- এমন প্রার্থী কেন দেব?'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এই নির্বাচন নিয়ে যত বিভ্রান্তি হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষক সাড়া দিবে না। কিন্তু শতাধিক পর্যবেক্ষক ইতোমধ্যেই সাড়া দিয়েছে। এ নিয়ে আমরা চিন্তিত না।'
আপনার বক্তব্য জোটের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করছেন ১৪ দলের কেউ কেউ- এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'নির্বাচন যারা করবে তাদের মনোনয়নপত্র জমা দিতে হবে। জোটের মধ্যে যদি কোনো আসন ভাগাভাগির বিষয় হয়, সেটার এখনও সময় আছে। সেখানে তাদের বিভ্রান্তি রয়েছে কি না আমি জানি না।'
আওয়ামী লীগ চায় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হোক উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, 'আমরা একটা সুন্দর, সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচন করতে চাই। জনগণের অংশগ্রহণে আগামীতে একটা ভালো নির্বাচন হবে। সারাদেশে নারী ভোটার ও নেতৃত্বের উৎসাহ-উদ্দীপনার জাগরণ দেখা যাচ্ছে।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আশা, উন্নত দেশের নির্বাচনের চেয়ে বাংলাদেশের নির্বাচনে ভোটারদের জাগরণ কোনো অংশে কম হবে না। তিনি বলেন, 'বাংলাদেশের নির্বাচনকে কেউ ভোটারবিহীন নির্বাচন বলতে পারবে না'।
'স্বতন্ত্র প্রার্থী' নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এ সংক্রান্ত বিষয়ে দলের একটি কৌশলগত পরিকল্পনা রয়েছে। তবে দলের পক্ষ থেকে ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করতে দেওয়া হবে না।'