ম্যাচ শেষ হওয়ার আগেই ড্রেসিংরুমে চলে যাওয়ায় ক্ষমা চাইলেন মানচিনি
দক্ষিণ কোরিয়ার কাছে টাইব্রেকারে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে সৌদি আরব। বড় কিছু করার স্বপ্ন নিয়ে এসে শেষ ষোলো থেকেই ছিটকে গেছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো দলটি।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বিদায় নেওয়ার ম্যাচের এক ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে সৌদি আরব কোচ রবার্তো মানচিনিকে নিয়ে। ম্যাচ শেষ হওয়ার আগেই ড্রেসিংরুমে চলে গেছিলেন এই ইতালিয়ান কোচ।
তবে তিনি কাউকে ছোট করতে চাননি বলেই দাবি করেছেন মানচিনি। সাবেক ম্যান সিটি কোচ ভেবেছিলেন, ম্যাচ শেষ হয়ে গেছে। তাই ডাগআউট থেকে ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন।
কিন্তু আদতে ম্যাচ তখনো শেষ হয়নি। টাইব্রেকারে দক্ষিণ কোরিয়ার হোয়াং হি–চ্যানের শট নেওয়া বাকি ছিল আর সেখানেই হেরেছে সৌদি আরব।
টাইব্রেকারে কোরিয়ার হয়ে হাওয়াং হি–চ্যান চতুর্থ শটটি নেওয়ার আগে ডাগআউট থেকে স্টেডিয়ামের টানেল দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান সৌদি কোচ মানচিনি। এরপর চ্যানের লক্ষ্যভেদেই বিদায় নিশ্চিত হয় সৌদির।
নিজের এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করে মানচিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি ক্ষমা চাচ্ছি। ভেবেছিলাম, ম্যাচ শেষ হয়েছে। আমি কাউকে ছোট করতে চাইনি। আমি সব খেলোয়াড়কে ধন্যবাদ জানাই। তারা অনেক উন্নতি করেছে।'