আগামী কয়েকদিনের মধ্যেই রাফায় ইসরায়েলি আগ্রাসনের আশঙ্কা ফিলিস্তিনের প্রেসিডেন্টের
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সম্মেলনে বলেছেন, একমাত্র যুক্তরাষ্ট্রই পারবে ইসরাইলের হামলা থামাতে।
রবিবার (২৮ এপ্রিল) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সভায় আব্বাস বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রের প্রতি ইসরাইলকে রাফায় আগ্রাসন না চালাতে অনুরোধ করার আহ্বান জানাচ্ছি। আমেরিকাই একমাত্র দেশ যে ইসরাইলকে এই কাজ থেকে বিরত রাখতে পারে।'
এসময় তিনি বলেন, 'আগামী কয়েকদিনের মধ্যে রাফায় আগ্রাসন চালাবে ইসরায়েল। কারণ গাজার সব ফিলিস্তিনি সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে।'
তিনি আরও বলেন, রাফার ওপর 'সামান্য হামলা' করা হলেও, ফিলিস্তিনের জনগণ গাজা উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হবে। 'তারপর ফিলিস্তিনি জনগণের ভাগ্যে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসবে।'
এদিকে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, তাদের সৈন্য না পাঠানো গাজার একমাত্র অংশ দক্ষিণ রাফায়ও এবার স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে তারা।
ফিলিস্তিনি ভূখণ্ডের ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশি, বিভিন্ন জায়গায় ইসরায়েলি বোমাবর্ষণ থেকে পালিয়ে রাফায় এসে আশ্রয় নিয়েছে।
অন্যদিকে, রাফায় অভিযান চালানোর পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা।
তারা বলেছে, এতে হাজার হাজার বেসামরিক লোক হতাহত হবে এবং ত্রাণ সরবরাহ আরও ব্যাহত হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য বিশ্বাসযোগ্য পরিকল্পনা ছাড়া ইসরায়েলের রাফায় অভিযান চালানো উচিত নয়।
জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রাফায় অভিযান চালালে সেখানে আশ্রয় নেওয়া মানুষদের ওপর বিপর্যয় নেমে আসবে। তারা রাফায় পূর্ণ মাত্রার সামরিক অভিযানের বিরোধিতা করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যোদ্ধাদের চারটি ব্রিগেড সেখানে লুকিয়ে আছে এবং তাদের অবশ্যই মোকাবিলা করতে হবে।
ইসরায়েলি হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭ হাজার ৫৭৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি