বাজেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবে হতাশ ট্যুর অপারেটররা
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ট্যুর অপারেটরদের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক/ ভ্যাট) আরোপের প্রস্তাব রয়েছে।
বাংলাদেশে বিদেশি পর্যটক আসা যখন কমছে, তারমধ্যে এই কর পর্যটন খাতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন ট্যুর অপারেটররা।
ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (টোয়াব)- এর সাবেক পরিচালক সৈয়দ মাহবুবুল ইসলাম (বুলু) বলেন, "আমরা পর্যটকদের জন্য হোটেল, রেস্তোরাঁ ও পরিবহন কোম্পানিগুলোর সেবা কিনি। এসব প্রতিষ্ঠান নিজেরা আলাদা আলাদাভাবে ভ্যাট দিচ্ছে। এখন আমাদেরও যদি ভ্যাট দিতে হয়, তাহলে কেমনে সামাল দেব?"
ভ্যাটের কারণে বিদেশি পর্যটক আরো কমবে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে থাকা-খাওয়ার খরচ অনেক বেশি। এবার ভ্যাটের কারণে এই খরচ আরো বাড়বে, যা পর্যটকদের এদেশে ভ্রমণে নিরুৎসাহিত করবে।"
গত বছর সাড়ে ৬ লাখ বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন। ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় যা উল্লেখযোগ্যভাবে কম।