সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না
সাইক্লিং করার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা নাহার রত্না।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় একটি প্রাইভেট কার পেছেন থেকে চাপা দেয় তাকে। খুব সম্ভবত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, "পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।"
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। রত্না পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন।
২০১৬ সালে দেশের কেওক্রাডং পর্বত চূড়ায় ওঠার মাধ্যমে পর্বতারোহন শুরু করেন রত্না।
গত বছরের ২৪ আগস্ট ভারতের লাদাখের স্টক কানরি (৬১৫৩ মিটার) ও ৩০ আগস্ট কাং ইয়াস্তে-২ (৬২৫০ মিটার) পর্বত দুটিতে সফলভাবে সামিট করেন রত্না। এ সময় বাংলাদেশের পতাকা ও মধুমতি ব্যাংকের লোগো বহন করেছেন তিনি।
এছাড়া ২০১৮ সালের আফ্রিকার সর্বোচ্চ পর্বত- মাউন্ট কিলিমাঞ্জারো ও দ্বিতীয় সর্বোচ্চ পর্বত- মাউন্ট কেনিয়া অভিযানেও তিনি অংশ নিয়েছিলেন।