২৫ বিলিয়ন ডলার জরিমানা দাবি করেছে বোয়িং বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার
দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ক্র্যাশের শিকার ব্যক্তিদের পরিবার দুর্ঘটনার বিচার চেয়ে ২৪.৮ বিলিয়ন ডলারের জরিমানা দাবি করেছে।
তাদের আইনজীবী পল ক্যাসেল যুক্তি দিয়েছেন, বোয়িং এর কারণে যতজন প্রাণ হারিয়েছেন তাদের কথা বিবেচনা করে জরিমানার পরিমাণ ন্যায়সংগত।
৩২ পৃষ্ঠার একটি চিঠিতে ক্যাসেল মার্কিন সরকারের প্রতি ২০১৮ এবং ২০১৯ সালে দুটি বোয়িং বিমান দুর্ঘটনায় নিহত ৩৪৬ জনের মৃত্যুর জন্য দায়ী বোয়িং কর্মকর্তাদের বিচার করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে কংগ্রেসের কাছে বোয়িং সিইও ডেভ ক্যালহাউনের মঙ্গলবার (১৮ জুন) ক্ষমা চাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
ডেভ ক্যালহাউন কংগ্রেসে ক্ষমা চাওয়ার সময় বলেছিলেন, "আমরা যে দুঃখের কারণ হয়েছি তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"
দুটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের পৃথক কিন্তু প্রায় একই রকম দুর্ঘটনায় ৩৪৬ জন্য নিহত হয়েছিলেন। ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিট পরে জাভা সাগরে প্রথম বোয়িং বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে লায়ন এয়ারের একটি ফ্লাইটে থাকা ১৮৯ জনের সবাই মারা যায়।
২০১৯ সালের মার্চ মাসে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের ছয় মিনিট পরে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ১৫৭ জনের সবাই মারা যায়।
দুটি দুর্ঘটনার জন্যই ত্রুটিপূর্ণ ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দায়ী ছিল।
কংগ্রেসে উপস্থিত হয়ে ক্যালহাউন স্বীকার করেছেন, বোয়িং ভুল করেছে এবং কোম্পানিটি অতীত থেকে শিক্ষা নিয়েছে। হুইসেল ব্লোয়ারদের (এমন ব্যক্তি যিনি অনুমতি ছাড়াই একটি সংস্থা বা প্রতিষ্ঠান সম্পর্কে ব্যক্তিগত বা গোপন তথ্য প্রকাশ করেন) বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের কথা বোয়িং শুনেছে বলে ক্যালহাউন দাবি করেছেন।
বিচার বিভাগ বোয়িং-এর বিরুদ্ধে ২০২১ সালের একটি জালিয়াতির অভিযোগ পুনরায় তদন্ত করার কথা বিবেচনা করছেন যার সাথে দুর্ঘটনার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বোয়িং কোম্পানি ৭৩৭ ম্যাক্স বিমান নিয়ে ভুল তথ্য দিয়ে এয়ার-সেফটি (বাতাসে বিমানের নিরাপত্তা) নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে— এমন অভিযোগ আসার পর বোয়িং সেটি সমাধানের প্রতিশ্রুতি দেয়ার পর অভিযোগটি নিষ্ক্রিয় ছিল।
কিন্তু এই বছরের জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের একটি দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনায় বোয়িংয়ের প্রতিশ্রুতি লঙ্ঘন করার বিষয়টি গত মাসে নিশ্চিত করেছিলেন প্রসিকিউটররা।
বিচার বিভাগ মামলাটি পুনরায় চালু করবে কিনা তা নিয়ে ৭ জুলাই এর মধ্যে সিদ্ধান্ত নেবে।
আইনজীবী পল ক্যাসেলের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বোয়িং এর নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি স্বাধীন মনিটরিং ব্যবস্থা তৈরি করতে জরিমানার অর্থ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের পরিবার তাদের প্রিয়জনদের ছবি সাথে নিয়ে কংগ্রেসের শুনানিতে অংশ নিয়েছিলেন।
জিপ্পোরাহ কুরিয়া, যিনি ২০১৯ সালের দুর্ঘটনায় তার বাবাকে হারিয়েছিলেন তিনি বোয়িং-এর সিইওর কথা শুনতে ইংল্যান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন।
তিনি মার্কিন সরকারের প্রতি বোয়িং এবং এর কর্মকর্তাদের ৩৪৬ জনের মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "ন্যায়বিচার পাওয়ার আগ পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না।"
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়