করোনা অ্যাপের আওতায় যুব ক্রিকেটাররা
করোনাভাইরাসের প্রকোপে খেলাধুলা বন্ধ হয়ে গেলেও ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি মাথায় রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের স্বাস্থ্য তদারকিতে 'কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ' চালু করে বিসিবি। শুরুতে ৪০ জন ছেলে ক্রিকেটার এই অ্যাপের আওতায় ছিলেন।
এরপর ধাপে ধাপে এই অ্যাপে যুক্ত করা হয় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল, হাই পারফরম্যান্স দল (এইচপি), বিশ্বজয়ী অনূর্ধ্ব-১৯ দল ও বিসিবির কর্মকর্তাদের। এবার এই অ্যাপের আওতায় আনা হচ্ছে অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলে ডাক পাওয়া ৪৫ জন ক্রিকেটারকে।
শক্তিশালী যুব দল গঠন করতে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। আগামী ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। আবাসিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের স্বাস্থ্য তদারকি করতে তাদেরকে এই অ্যাপের আওতায় যুক্ত করা হচ্ছে।
অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলসহ মোট ২৫০ জন এই অ্যাপের আওতায় থাকছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমইএস) ম্যানেজার নাসিরউদ্দিন আহমেদ নাসু।
নাসিরউদ্দিন আহমেদ নাসু বলেন, 'অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দলের ক্রিকেটারদের নাম ডাটাবেজে যুক্ত করা হচ্ছে। ওরা যখন ক্যাম্পে যোগ দেবে, তখন এই অ্যাপের আওতায় আনা হবে ওদের।'
'এসব ক্রিকেটারের ব্যাপারে আরও তথ্য প্রয়োজন। নাম, ঠিকানাসহ অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে সব প্রস্তুত রেখেছি। ক্রিকেটার ও বিসিবির স্টাফ মিলিয়ে আমাদের অ্যাপের অধীনে মোট ২৫০ জন আছে। এই অ্যাপের মাধ্যমে এদের সবার স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি তদারকি করা হয়।'
ক্রিকেটারদের স্বাস্থ্য তদারকিতে গত ২৪ জুন 'কোভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ' চালু করে বিসিবি। শুরুতে অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হয়। অ্যাপটিতে ১৮টি প্রশ্ন দেওয়া থাকে। যেগুলো পূরণ করে ক্রিকেটাররা অ্যাপে জমা দেন। জমা দিলে সেটা বিসিবির সার্ভারে জমা হয়। সেখান থেকে ক্রিকেটারদের তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিসিবির মেডিকেল টিম।
স্বাস্থ্যের পাশাপাশি অ্যাপটির মাধ্যমে ক্রিকেটারদের মানসিক অবস্থাও যাচাই করছে বিসিবি। এ ছাড়া অ্যাপটির মাধ্যমে ক্রিকেটারদের অবস্থানও বোঝা যায়।