বড় জয়ে রাজকীয় বিদায় অ্যান্ডারসনের
লর্ডসেই শুরু, লর্ডসেই শেষ। ২১ বছরের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানলেন জেমস অ্যান্ডারসন। তার বিদায়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। পূর্ব ঘোষণা অনুযায়ী, টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ৪১ বছর বয়সী ইংলিশ এই কিংবদন্তি।
১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে থামলেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেটের মালিক তিনি। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি শেন ওয়ার্নের চেয়ে মাত্র ৪ উইকেট দূরে থেমেছেন অ্যান্ডারস। বিদায়ী টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন চার উইকেট, যার তিনটিই দ্বিতীয় ইনিংসে।
অ্যান্ডারসনের টেস্টে অবশ্য আলো কেড়ে নিয়েছেন আরেকজন। অভিষিক্ত গাস অ্যাটকিন্সন দুই ইনিংস মিলিয়ে শিকার করেছেন ১২ উইকেট। প্রথম ইনিংসে সাত ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। সঙ্গে অ্যান্ডারসনের ব্যাটনটাও নিজের হাতে তুলে নিলেন কী অ্যাটকিন্সন?
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শেষ হয়েছে আড়াই দিনেরও কম সময়ে। লর্ডসে একক আধিপত্য দেখিয়েছে বেন স্টোকসের দল। তাতে অ্যান্ডারসনের বিদায়টাও হয়েছে রাজকীয়। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ টেস্ট খেলার রেকর্ডও এখন ইংলিশ কিংবদন্তি পেসারের।
এক নজরে অ্যান্ডারসনের টেস্ট ক্যারিয়ারঃ
ম্যাচ- ১৮৮
ইনিংস- ৩৫০
উইকেট- ৭০৪
গড়- ২৬.৪৬
স্ট্রাইক রেট- ৫৬.৮৭
৫/১০ উইকেট- ৩২/৩
ইনিংস সেরা ফিগার- ৪২/৭
ম্যাচ সেরা ফিগার- ৭১/১১