প্রধানমন্ত্রীর সেই ‘৪০০ কোটি টাকার পিয়ন’ জাহাঙ্গীরের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের মালিকানাধীন যেকোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একইসঙ্গে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের হিসাব খোলার ফর্মসহ যাবতীয় তথ্য আগামী ৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে নিজের পদের অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের পাশাপাশি অন্যান্য দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় আসেন জাহাঙ্গীর আলম।
গতকাল আবারও তার নাম উঠে আসে।
রোববার (১৪ জুলাই) চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি নিয়ে কথা বলার সময় তার বাড়ির সাবেক কর্মচারী জাহাঙ্গীর আলমের উদাহরণ টেনে আনেন।
তিনি বলেন, "আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কী করে বানাল এত টাকা? জানতে পেরেছি পরেই ব্যবস্থা নিয়েছি।"
সরকারের কঠোর অবস্থানের কারণেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "এর আগে কেউ দুর্নীতির বিরুদ্ধে এভাবে অভিযান করেনি। এর আগে জঙ্গিবাদমুক্ত করেছি। দুর্নীতি দীর্ঘদিনের সমস্যা। এসব জঞ্জাল সাফ করতে হবে। আমরা ব্যবস্থা নিয়েছি বলেই জানতে পেরেছেন।"
এর পরিপ্রেক্ষিতে, গতকালই কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে অ্যাকাউন্ট জব্দ ও তথ্য চেয়ে নির্দেশনা পাঠায়।
ওই নির্দেশনায় বলা হয়েছে, 'ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো।'
জানা যায়, জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, গত মেয়াদেও তিনি কিছু দিন দায়িত্বে ছিলেন। তবে পরে নানান অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এরপরেও তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে বিভিন্ন অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলমের বিষয়ে সতর্কও করা হয়েছিল। জানানো হয়েছিল, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই।