জাবিতে আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে আহত ৪ সাংবাদিক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে কর্তব্যরত অবস্থায় পুলিশের রাবার বুলেটে অন্তত চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
আহত সাংবাদিকেরা হলেন: বণিক বার্তা প্রতিনিধি মেহেদী মামুন, বাংলাদেশ টুডে প্রতিবেদক জুবায়ের আহমেদ, দৈনিক বাংলার প্রতিবেদক আবদুর রহমান সারজিল ও দৈনিক জনকণ্ঠের প্রতিবেদক ওয়াজতুল ইসলাম।
পুলিশের গুলিতে আহত সাংবাদিকদের একজন ওয়াজতুল ইসলাম বলেন, 'আমরা বারবার পুলিশকে আমাদের প্রেস কার্ড দেখিয়েছি। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েছি। কিন্তু তারা আমাদের কথা না শুনে রাবার বুলেট ছোড়েন।'
পরে সাংবাদিকদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অনেক সাংবাদিক হামলার ভয়ে ফোন ব্যবহার করে তথ্য সংগ্রহ বা ছবি তোলা আপাতত বন্ধ রাখেন।
গোটা ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হলেও বিশৃঙ্খলার সৃষ্টির জন্য কোটা সংস্কার আন্দোলনকারীদেরই দায়ী করেছে পুলিশ।
রাত ২টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. দিপু বলেন, 'জাবি ক্যাম্পাসে বিশৃঙ্খলা হয়েছে। আমাদের এসপি-ওসিসহ সবাই সেখানে আছেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের সামনে ঝামেলা করছেন।'
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক জানিয়েছেন, পুরো ক্যাম্পাস এখন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।