অর্থ আত্মসাৎ মামলায় মেজর মান্নানের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
জামানত ও বন্ধক ছাড়া ঋণের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান-সহ ১৩ জনের বিরুদ্ধে মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল সোমবার (১৫ জুলাই) চার্জশিট অনুমোদনের বিষয়টি নিশ্চেত করছেন।
এর আগে, দুদকের উপপরিচালক মো. আবদুল মাজেদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-১–এ এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা ২০১১ সালের মার্চে পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের অনুকূলে জামানত ও বন্ধক ছাড়াই ৬ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ করেন। এর মধ্যে ৩ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আসলসহ ৪ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৬৮৩ টাকা মন্দ ঋণ হিসেবে অনাদায়ী রয়েছে।
এই ঋণ পুনঃতফসিল করা হয়নি বা জমাও দেওয়া হয়নি। ঋণ ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে দুদক অনুসন্ধানে প্রমাণ পেয়েছে।
মেজর মান্নান ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশনের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান। তিনি ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান, মেট্রোপলিটন সিএনজি লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন, বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এ এন এম জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ, রইস উদ্দিন আহমেদ ও রোকেয়া ফেরদৌস, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ মালিক, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী ও সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন।