‘কমপ্লিট শাটডাউন’: দেখে নিন একনজরে
কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে আজ (বৃহস্পতিবার) 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলছে। এতে পুলিশের সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
-
ঢাবি ফাঁকা, আন্দোলনকারীও নেই, ছাত্রলীগও নেই
-
মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পূর্ব ঘোষিত 'কমপ্লিট শাটডাউন' এর পক্ষে অবরোধের চেষ্টা
-
ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
-
শিক্ষার্থীরা রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক অবরোধ করেছেন
-
রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে
-
রাজধানীর শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ীর সড়কে সংঘর্ষ, হানিফ ফ্লাইওভারে যানবাহন আটকা
- রাজধানীর মিরপুর ১০ ও কাজীপারায় আওয়ামী লীগ নেতাকর্মী ও শিক্ষার্থীদের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া চলছে
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে
- 'পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল': কোটা আন্দোলনের মধ্যে আজ বন্ধ থাকছে মার্কিন দূতাবাস
- চট্টগ্রাম নগরীর শাহআমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরও সড়কের অবস্থান ছাড়ছেন না কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা
- সকাল ১১ টা ৫ মিনিটে রাজধানীর রামপুরা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
- নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বর ও দুই নম্বর রেলগেইট আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা
- চট্টগ্রাম থেকে দূর পাল্লার যান চলাচল বন্ধ, ট্রেন-বিমান যোগাযোগ স্বাভাবিক
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও বিজিবির মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
- সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সাথে বাকবিতণ্ডা
সারা দেশে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তারা।
গতকাল 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন।
'শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করছি।'
সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদেরকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান আফিস।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, 'আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।'