সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে: পলক
কোটা সংস্কার আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের সদস্যদের মধ্যে সংঘর্ষের ফলে চলমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সারাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ (বৃহস্পতিবার) রাজধানীতে আইসিটি বিভাগের একটি প্রকল্পের আওতায় ২০টি ই-লার্নিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে পলক একথা বলেন।
আজ সকাল থেকে ইন্টারনেট বিঘ্নিত হওয়ার বিষয়ে জানতে চাইলে পলক বলেন, "একটি স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সে কারণেই আমরা কোনো পূর্ব ঘোষণা ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়েছি।"
"পরিস্থিতির উন্নতি হলে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে" যোগ করেন তিনি।
সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর গোপনীয়তা নীতির সমালোচনা করে পলক বলেন, "আমরা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে ছাড় দেব না যদি তাদের বিতর্কিত নিয়ম-কানুনগুলির কারণে কেউ মারা যায়। তারা যদি এখানে তাদের ব্যবসা চালাতে চায় তবে বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপন করতে হবে।"