ইন্টারনেট সংযোগের সমস্যার মধ্যে সময়মতো চালান পাওয়া নিয়ে উদ্বেগ পোশাকের বৈশ্বিক ব্র্যান্ড, খুচরা বিক্রেতাদের
বন্দরে কনটেইনার জট এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার ঘটনায় সময়মতো তাদের অর্ডার করা পণ্যের সরবরাহ পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পোশাকপণ্যের বৈশ্বিক ব্র্যান্ড ও রিটেইলার প্রতিষ্ঠানগুলো।
আজ সোমবার (২৯ জুলাই) বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন – বিজিএমইএ'র উত্তরার অফিসে বায়ারদের সঙ্গে এক বৈঠক হয়। সেখানে এসব আন্তর্জাতিক ক্রেতাদের প্রতিনিধিরা সময়মতো পণ্যের চালান নিশ্চিত করার তাগিদ দেন।
তারা যেন নিজেদের সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারেন- সেজন্য উচ্চ গতিসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে বিজিএমইএ নেতাদের সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে বলেছেন তারা।
আন্তর্জাতিক রিটেইলার ও ব্র্যান্ডগুলোর সাথে বৈঠকের পরে বিজিএমইএ'র সভাপতি এস এম মান্নান কচি বলেছেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন যে কোনো ডিসকাউন্ট বা মূল্যছাড়, এয়ার শিপমেন্ট (বিমানে পণ্য সরবরাহ) চাইবেন না এবং সাম্প্রতিক সময়ের সহিংসতা ও উৎপাদন বন্ধের জেরে আগের দেওয়া অর্ডারও বাতিল করবেন না।