বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলায় ফের জয়ী মাদুরো; সংঘর্ষের মাঝেই সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা
ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। তবে ইতোমধ্যেই বিরোধী সমর্থকেরা কারচুপির অভিযোগ এনে সহিংসতায় জড়িয়ে পড়েছেন; বিক্ষোভের ঘোষণা দিয়েছেন।
বিরোধী শিবিরের দাবি, ভোটে প্রার্থী এডমুন্ডো গঞ্জ়ালেস উরুশিয়ার সহজেই জয়ী হওয়ার ছিল। তবে রবিবার রাতে দেশটির ইলেক্টোরাল কাউন্সিল ঘোষণা করেছে, ৬১ বছরের মাদুরো ৫১.২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যদিও জনমত সমীক্ষা দাবি করেছিল, ভোটে হারতে পারেন মাদুরো। এক্ষেত্রে প্রাথমিক পর্বের ফলাফল নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সেই ফলাফল প্রকাশের পরেও দেখা যায়, মাদুরো ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন।
এদিকে (মঙ্গলবার) বিক্ষোভের ঘোষণা দিয়ে বিরোধী নেতা মারিয়া কোরিনা এক্স-এ বলেন, "আমার প্রিয় ভেনেজুয়েলার নাগরিকগণ, আগামীকাল আমাদের দেখা হবে। একটি পরিবার হিসাবে সংগঠিত হয়ে আমরা প্রতিটি ভোট গণনার ও সত্যকে সমুন্নত করার সংকল্প করবো।"
এদিকে ফল প্রকাশিত হওয়ার পরে মাদুরোকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মাদুরোকে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, ''দক্ষিণ আমেরিকার এই দেশটির সঙ্গে রাশিয়ার সব সময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। গণতান্ত্রিক ও নীতিপরায়ণ রাষ্ট্রব্যবস্থা বজায় রাখতে আমরা দু'জনেই সমান আগ্রহী। আপনাকে রাশিয়ায় স্বাগত জানাচ্ছি, প্রেসিডেন্ট।'' প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকায় রাশিয়ার প্রধান সামরিক ও বাণিজ্যিক মিত্রদেশ ভেনেজ়ুয়েলা।
এদিকে মাদুরোর ক্যাম্পেইন ম্যানেজার জর্জ রদ্রিগুয়েজ সরকারকে সমর্থন জানাতে প্রেসিডেন্ট প্যালেসের মিছিলে অংশ নিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন। গঞ্জালেজ সহিংসতার বিরুদ্ধে সবাইকে সতর্ক করলেও রদ্রিগেজ বিরোধীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ করেছেন।
সোমবার রাতে মাদুরো বলেন, "সরকার চলমান পরিস্থিতি মোকাবিলা করে কীভাবে সহিংসতা ঠেকাতে হয় তা জানে।" একইসাথে তিনি শান্তি প্রত্যাশা করেন বলে দাবি করেছেন।
একসময় বাস ড্রাইভার মাদুরো ২০১৩ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০১৮ সালের পুনর্নির্বাচনে কারচুপির মাধ্যমে তিনি জয়ী হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকেই তাকে 'স্বৈরশাসক' বলে অভিহিত করে।
অনুবাদ: মোঃ রাফিজ খান