‘জনস্বার্থে’ হারুন অর রশীদকে ডিবি থেকে বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদকে 'জনস্বার্থে' বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, 'নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি/পদায়ন করা হলো।'
হারুন অর রশীদের স্থলে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।
এছাড়াও ওই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খঃ মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্ট) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৬৯ সালে মেহেরপুরের গাংনীতে জন্মগ্রহণ করেন ডিবির নতুন প্রধান আশরাফুজ্জামান। তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
এর আগে তিনি খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
'নিরাপত্তাজনিত কারণ' দেখিয়ে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীকে গোয়েন্দা পুলিশ আটক করার পর সম্প্রতি আলোচনার বিষয় হয়ে ওঠেন হারুন অর রশীদ।
২৮ জুলাই কোটা আন্দোলনের ছয় সমন্বয়কারী ডিবি হেফাজতে থাকা অবস্থায় আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন।
একই দিন হারুন অর রশীদ ডিবি কার্যালয়ে সমন্বয়কারীদের সঙ্গে ভোজনের একাধিক ছবি ফেসবুকে শেয়ার করেন।
এর পরদিন ছয় সমন্বয়কারীকে ঢাকায় গোয়েন্দা শাখার কার্যালয়ে খাবার খাওয়ার একটি ভিডিও প্রকাশের ঘটনায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে ঘটনাটিকে জাতির সঙ্গে 'মশকরা' বলে অভিহিত করেন।