শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক
কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীর দ্বারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যাকান্ডের ঘটনা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিভাগের সভাপতির অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছাবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, অধ্যাপক শামীমা সুলতানা চেয়ারে বসে আছেন এবং তার পেছনে দেয়ালের ওপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নেই।"
অধ্যাপক শামীমা সুলতানা বলেন, "ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে। তার প্রতিবাদ স্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নাই। যেহেতু উনি মানুষের হৃদয়ে নাই তাই দেয়ালে শোভা পাওয়ার মানে হয় না।"
তিনি আরও বলেন, "আমি শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করছি। সেই সাথে উনি (প্রধানমন্ত্রী) যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন তাহলে তাকে আমি তার ছবি সসম্মানে আবার দেয়ালে টানিয়ে দেব।"